দোষ স্বীকার করুন, স্থানীয়দের কাছে ক্ষমা চান, KMRCL কড়া বার্তা ফিরহাদ হাকিমের

দোষ স্বীকার করুন, স্থানীয়দের কাছে ক্ষমা চান, KMRCL কড়া বার্তা ফিরহাদ হাকিমের

কলকাতা: বুধবার বিকেলে বউবাজারের দুর্গা পিতুরি লেনের ১০টির বেশি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। ফের ২৮টি পরিবার বাস্তুহারা হয়েছে। এই পরিস্থিতিতে মেট্রো রেল কর্পোরেশনকে কড়া বার্তা দিলেন ফিরহাদ হাকিম। স্পষ্ট ভাষায় তিনি বলেন, দোষ স্বীকার করুন। স্থানীয় আবাসিকদের কাছে ক্ষমা চান। 

শুক্রবার KMRCL কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বৈঠক শেষে ফিরহাদ হাকিম বলেন, KMRCL এর পক্ষ থেকে  বউবাজারে ১০টি বাড়িতে ফাটলের কারণের রিপোর্ট জমা করা হয়েছে। এখানে ঘটনাস্থলের মাটি পরীক্ষা, গ্রাফটিং ও গ্রাউটিং পরবর্তী পরীক্ষা, বউবাজারে বাড়িগুলির স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট রয়েছে। এই রিপোর্ট পুরসভার আধিকারিক ও ইঞ্জিনিয়াররা পরীক্ষা করে দেখবেন। তাঁদের সিদ্ধান্তের ওপরেই বউবাজারের বাড়িগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে বলে জানা গিয়েছে। 

KMRCL পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিকভাবে বউবাজারে ২৩টি বাড়িতে ফাটল দেখতে পাওয়া গিয়েছে। আরও সাতটি বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে। সেগুলো ভেঙে ফেলা হবে কি না, পুরসভার আধিকারিক ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।                                                         

অন্যদিকে, শুক্রবার ফিরহাদ হাকিম বলেন, ফের এই ধরনের দুর্ঘটনা ঘটল কী করে? কেন সাবধনতা অবলম্বন করা হল না? KMRCL কে স্থানীয়দের বিক্ষোভের কথা জানানো হয়েছে। KMRCL কথা দিয়েছে, আগামী সোমবার থেকে বউবাজারে তাঁরা একটি গ্রিভ্যান্স সেল খুলবেন। সেখানে স্থানীয়দের অভিযোগের কথা শোনা হবে। তাঁদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। 

অন্যদিকে, KMRCL ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, মেট্রোর সুড়ঙ্গ থেকে জল বের হওয়া পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। যার জেরে নতুন করে কোনও বাড়িতে ফাটলের সম্ভাবনা নেই। শুক্রবার থেকেই মেট্রোর সুড়ঙ্গ থেকে জেল বের হওয়া বন্ধ হয়ে যায়। জানা যায়, মোট ১১টি গর্ত থেকে জল বের হচ্ছিল। এর জেরে গ্রাউটিংয়ের কাজ বন্ধ রাখা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *