রাজনীতি, ওকালতি দুইই ছাড়তে চান কল্যাণ! কেন বললেন তিনি

রাজনীতি, ওকালতি দুইই ছাড়তে চান কল্যাণ! কেন বললেন তিনি

5f46355ca9a9228ee19bdb69c93d92de

কলকাতা: দুর্নীতির একাধিক অভিযোগ আপাতত জেরবার রাজ্যের শাসক দলের একাধিক নেতা। ইতিমধ্যেই সকলের নজর রয়েছে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ওপর। আবার অন্য এক মন্ত্রী পরেশ অধিকারীকে নিয়েও বিতর্ক কিছু কম নয়। কলকাতা হাইকোর্টে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে মামলা লড়ছেন তাঁরই দলের সহকর্মী তথা সাংসদ-আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই মামলা লড়তে লড়তেই তিনি হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জানালেন যে, তিনি রাজনীতি এবং ওকালতি দুইই ছাড়তে চান! কেন বললেন তিনি এই কথা?

আরও পড়ুন- সুপ্রিম কোর্ট নয়, কলকাতা হাই কোর্টেই আস্থা পার্থর, ডিভিশন বেঞ্চকে জানালেন কল্যাণ

এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূলের সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি দেখা হয়। সেখানেই বিচারপতিকে তিনি জানান, রাজনীতি, ওকালতি দুইই ছাড়তে চান তিনি, কিন্তু কোনও উপায় নেই ছাড়ার! এই কথা শুনে কার্যত বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। তিনি তাঁকে এইসব কথা বলতে বারণও করেন। একই সঙ্গে জানান, তিনি জনপ্রতিনিধিদের খুব সম্মান করেন। পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় কল্যাণকে এটাও মনে করিয়ে দেন যে, বার অ্যাসোসিয়েশনে থাকাকালীন সময় থেকেই তিনি তাঁকে পছন্দ করেন। তবে ঠিক কীসের কারণ কল্যাণ সব ছেড়ে দেওয়ার কথা বলেছেন তা অনেকের কাছেই স্পষ্ট নয়। কিন্তু অধিকাংশের মত, তিনি একেবারেই মশকরা করেই এই কথা বলেছেন।

এদিকে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নামে যা বলেছেন সেই সম্পর্কে তিনি জানতে চান। বিচারপতি তাঁকে বলেন, ”আপনি আমার নামে কী সব বলছেন শুনলাম!” যার উত্তরে কল্যাণ তাঁকে জানান, ”আমি আপনার বিরুদ্ধে যা বলেছি, তা ডিভিশন বেঞ্চে। আমাকে পারলে জেলে ঢুকিয়ে দিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *