আজ কল্পতরু উৎসব, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো, ভিড় ভক্তদের!

আজ কল্পতরু উৎসব, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো, ভিড় ভক্তদের!

কলকাতা: আজ কল্পতরু উৎসব। ১৮৮৬ সালের এই দিনেই কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণদেব। ভক্তদের আশীর্বাদ করে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ‘তোমাদের চৈতন্য হোক।’ মূলত এই দিনটির কথা মাথায় প্রতিবছর ঠাকুরের পদধূলিধন্য এই পুণ্যভূমিতে ভক্তদের সমাগম ঘটে। এবারও লক্ষ্য করা গিয়েছে ভিড়৷ ভিড় উপচে পড়েছে দক্ষিণেশ্বর মন্দিরেও। কাশীপুরে সাড়ম্বরে পালিত হচ্ছে কল্পতরু উৎসব৷ ঠিক এখানেই ঠাকুরের নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়েছিল৷ ফলে এই বিশেষ দিনে সেখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়৷

করোনা পরিস্থিতির জেরে গত দু’বছর দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের প্রবেশে নিধেধাজ্ঞা জারি করা হয়েছিল৷ এবার সেই বিধিনিষেধ নেই৷ দু’বছর পর ফের দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসবে ব্যাপক ভিড় লক্ষ্য করা গিয়েছে৷ রয়েছে পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা৷ অন্নভোগের সময় ছাড়া আজ ভোর ৪টে থেকে রাত ৯টা পর্যন্ত মন্দির খোলা থাকবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ৷ আজ  কল্পতরু উৎসবে শ্রীরামকৃষ্ণের ঘরে বিশেষ হোম, পুজো, অন্নভোগ, সন্ধ্যারতির আয়োজন করা হয়েছে। ঠাকুরের বিশেষ পছন্দ জিলিপিও থাকবে প্রসাদে৷  আজ মা ভবতারিণীর পুজো হচ্ছে৷

মন্দিরে প্রবেশে ভক্তদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে৷ রয়েছে বিশাল পুলিশ বাহিনী৷ থাকছে পুলিশ সহায়তা বুথ। সুষ্ঠুভাবে লাইন দিয়ে ভক্তরা যাতে পুজো দিতে পারেন, তারজন্য বাঁশের ব্যারিকেড করা হয়েছে। মন্দিরে ঢোকা এবং বের হওয়ার জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে এবার৷ গঙ্গায় স্নানের সময় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যর রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 4 =