কবিরাজের নির্দেশ, পথকুকুরকে ধর্ষণের অভিযোগ! ধূপগুড়িতে আটক ব্যক্তি

কবিরাজের নির্দেশ, পথকুকুরকে ধর্ষণের অভিযোগ! ধূপগুড়িতে আটক ব্যক্তি

 

ধুপগুড়ি: সারমেয়র সঙ্গে সঙ্গম! হ্যাঁ, জোর পূর্বক এক সারমেয়র সঙ্গে যৌন সঙ্গম করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য৷ ইতিমধ্যে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ধূপগুড়ি থানার ডাকবাংলো এলাকায়৷

ঘটনার প্রতিবাদে ও দোষী ব্যক্তির শাস্তির দাবিতে সরব হয়েছেন বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের সদস্যরা৷ সকলেই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন৷ স্থানীয় পান দোকানী খোকন চক্রবর্তী বলেন, ‘‘দুপুর বেলা ডাকবাংলো ফাঁকা থাকে৷ সেই সুযোগে ওই উন্মত্ত ব্যক্তি একটি সারমেয়কে জোর করে ধর্ষণ করার চেষ্টা করে৷ সারমেয়টিকে জখম অবস্থায় স্থানীয়রা উদ্ধার করেছে৷’’ অভিযুক্ত ব্যক্তিটি অবশ্য জানায়, ‘‘আমার কিছু সমস্যা রয়েছে৷ কবিরাজের কাছে গিয়েছিলাম৷ ওনার পরামর্শেই আমি কুকুরের সঙ্গে সঙ্গম করতে গিয়েছিলাম৷’’ অভিযুক্তের মানসিকভারসাম্যের পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে ধূপগুড়ির ডাকবাংলোর সামনে একটি সারমেয়র সঙ্গে জোর করে যৌন সঙ্গম করার চেষ্টা করেন এক ব্যক্তি৷ সারমেয়র চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন৷ উদ্ধার করা হয় সারমেয়টিকে৷ অভিযুক্ত ব্যক্তিকে আটকে রাখেন স্থানীয়রা৷ খবর যায় ধূপগুড়ি থানায়৷ পুলিশ এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়৷ ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =