দুর্নীতি মুক্ত স্থায়ী নিয়োগের দাবি, যৌথ মিছিলের ডাক শিক্ষক ও সরকারী কর্মচারীদের একাধিক সংগঠনের

দুর্নীতি মুক্ত স্থায়ী নিয়োগের দাবি, যৌথ মিছিলের ডাক শিক্ষক ও সরকারী কর্মচারীদের একাধিক সংগঠনের

কলকাতা:  এসএসসি দুর্নীতি নিয়ে ক্রমেই কোনঠাসা রাজ্য সরকার। এই পরিস্থিতিতে একাধিক দাবি জানিয়ে ১১ জুন শিক্ষক ও কর্মচারীদের যৌথ মিছিলের ডাক দিল  উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ-সহ ২০টি সংগঠন। কলকাতা হাইকোর্টের রায় মেনে অবিলম্বে বকেয়া সহ সমস্ত ডিএ প্রদান এবং বেসরকারিকরণ ও চুক্তিভিত্তিক নয় সমস্ত শূন্যপদে দুর্নীতিমুক্ত স্থায়ী নিয়োগের দাবি জানানো হয়েছে।

 

সোমবার শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সম্পাদক কিংকর অধিকারী সোশ্যাল মিডিয়ায় বলেন, ‘আপনারা জানেন রাজ্যে নিয়োগ দীর্ঘদিন ধরে বন্ধ। এর ফলে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কর্মক্ষেত্রগুলিতে অনেকদিন ধরে শিক্ষক ও কর্মী শূন্যতায় ভুগছে। অল্প বেতনে চুক্তি ভিত্তিক কর্মী নিয়োগ ও বেসরকারিকরণের চেষ্টা চলছে।’ তিনি জানান, এই ধরনের সমস্যা থেকে আন্দোলনের প্রয়োজন হয়ে পড়েছে। ২০টি সংগঠন একজোট হয়েছে৷ 

 

সোমবার সংগঠনগুলি একত্রিত হয়ে প্রেস ক্লাবে একটি সাংবাদিক বৈঠক করেন। সেখান থেকেই শনিবার যৌথ মিছিলের ডাক দেওয়া হয়। শনিবার সুবোধ মল্লিক স্কয়ার থেকে মিছিল শুরু হবে। এই মিছিল শেষ হবে ধর্মতলায়। ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে সরকারকে সমস্ত দাবি মানতে বাধ্য করা হবে বলেও কিংকর অধিকারী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 7 =