ভোট লুঠ করাচ্ছে থানার ওসি! জিতেন্দ্রের মন্তব্যে তোলপাড়

ভোট লুঠ করাচ্ছে থানার ওসি! জিতেন্দ্রের মন্তব্যে তোলপাড়

41d47b47a9e781ce2af912038891bd8a

আসানসোল: সকাল থেকেই আসানসোল নিয়ে উত্তাপ ছড়িয়ে রয়েছে বাংলার সর্বত্র। ভোট শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এমন হয়নি যে আসানসোল থেকে কোনও অভিযোগ আসছে না। প্রায় প্রতি ঘণ্টায় নতুন নতুন অভিযোগ আসছে সেখান থেকে। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল তো তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন ইতিমধ্যেই। এবার তুললেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। বিস্ফোরক মন্তব্য করে বললেন, তৃণমূল পুলিশ দিয়ে ভোট লুট করাচ্ছে।

আরও পড়ুন- উত্তেজনার আবহে ভোটের হার কত? পিছিয়ে বালিগঞ্জ

এদিন আসানসোলের লাউদোহার কাছে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গাড়ি আটকে দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। পাশাপাশি বরাবনিতেও সংবাদমাধ্যমের গাড়ি আটকানোর অভিযোগে বিদ্ধ পুলিশ। এই পরিস্থিতিতেই বিস্ফোরক অভিযোগ তুলে জিতেন্দ্র দাবি করেছেন, কয়লা চোর-লোহা চোর-বালি চোরদের দিয়ে ভোট লুঠ করাচ্ছে এখানকার থানার ওসি। তাই সকলকে আটকানো হচ্ছে এভাবে। তাঁকেও যেতে দেওয়া হচ্ছে না এই কারণেই। নির্বাচন কমিশনের অনুমতি থাকা সত্ত্বেও তাঁকে প্রায় ২ ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ।

এদিকে সংবাদমাধ্যমের গাড়ি কেন আটকানো হল সেই বিষয়ে নির্বাচন কমিশন রিপোর্ট তলব করেছে। পুলিশের বিরুদ্ধে অভিযোগ, আটকানোর বিষয়ে কোনও রকম কাগজ বা অর্ডার দেখাতে পারেনি তারা। যদিও প্রায় ৪০ মিনিট পর তাদের গাড়ি ছেড়ে দেওয়া হয়। প্রসঙ্গত, বেলা ১১টা পর্যন্ত বালিগঞ্জে ভোট পড়েছে ১৬.২০ শতাংশ। ২৬.৬৮ শতাংশ ভোট পড়েছে আসানসোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *