কলকাতা: তাঁকে নিয়ে, তাঁর ছেলেদের নিয়ে, তাঁর পরিবারকে নিয়ে বিতর্কের শেষ নেই। অধিকারীর পরিবার যেন এখন সব সময় থাকে সংবাদ শিরোনামে। এবার আরও একবার তারা শিরোনামে চলে এল এবং সেটাও কাঁথির সাংসদ শিশির অধিকারীর জন্যে। কারণ রাষ্ট্রপতি নির্বাচনের দিন তিনি ভোট দিয়ে বললেন, তৃণমূলে তিনি ছিলেন, আছেন এবং থাকবেন। তবে জগদীপ ধনকড়কে তিনি বাংলার সেরা রাজ্যপাল বলেছেন।
আরও পড়ুন- উত্তরপ্রদেশ মাদ্রাসায় এবার থেকে বাধ্যতামূলক জাতীয় সংগীত
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে শিশির জানান, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড় বাংলার সেরা রাজ্যপাল। এদিকে তিনি এটাও বলেন যে, রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে দ্রৌপদী মুর্মু অনেক ভালো প্রার্থী। কিন্তু শিশিরের দাবি তিনি তৃণমূল কংগ্রেসের নীতি মেনেই ভোট দিয়েছেন। তাঁর কথায়, দল যেভাবে বলেছে তিনি সেইভাবেই ভোট দিয়েছেন। দ্রৌপদী মুর্মু সেরা প্রার্থী জেনেও তিনি তাঁকে ভোট দিতে পারেননি। শিশিরের সাফ কথা, দলের নীতির বাইরে যাননি। কিন্তু তাঁর এই ‘স্বীকারোক্তি’ মানতে রাজি নয় ঘাসফুল শিবির। তাদের বক্তব্য, দলবিরোধী আইন থেকে বাঁচতেই ওই দাবি করেছেন তিনি। এর আগে একই দাবি করেছিলেন তাঁর ছেলে এবং বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী।
তমলুকের সাংসদ বলেছিলেন, তৃণমূল কংগ্রেস দল তাঁকে বিধানসভায় আসতে কোনও নির্দেশ দেয়নি আর যদিও তাঁকে বিধানসভায় এসে ভোট দিতে হত সেক্ষেত্রে দশ দিন আগে নির্বাচন কমিশনারকে জানাতে হত। দলের নির্দেশ না থাকায় সেটা করা যায়নি। তবে গোপন ভোট হলেও তিনি আশ্বাস দিয়ে বলেছিলেন যে যশবন্ত সিনহাকেই ভোট দেবেন। তারপর দল বিচার করে দেখবে।