কলকাতা: দিল্লির বিজেপি নেত্রী নুপূর শর্মার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের জেরে দেশ জুড়ে একাধিক জায়গায় অশান্তির সৃষ্টি হয়েছে। বাংলাও বাদ যায়নি। হাওড়ার ডোমজুড় সহ পার্শ্ববর্তী এলাকায় শেষ কয়েকদিনে অবরোধ হচ্ছে। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ চলছে এখনও। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভ বন্ধ করতে বললেও তেমন লাভ হয়নি। রাজ্যপাল জগদীপ ধনকড়ও এই বিষয় নিয়ে চিন্তিত। এই পরিস্থিতি নিয়ে এবার বড় সিদ্ধান্ত নিল নবান্ন। ইন্টারনেট পরিষেবাই বন্ধ করে দেওয়া হল।
আরও পড়ুন- হাইকোর্টের রায় মেনে ডিএ প্রদানে দাবি উঠল আবার, বিক্ষোভে STEA
শুক্রবার সন্ধ্যা থেকে আগামী সোমবার সকাল ছ’টা পর্যন্ত হাওড়ায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবান্নের তরফে। রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে এবং অস্থিরতা রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়াও রাজ্য পুলিশের এডিজি এবং আইজি (আইন-শৃঙ্খলা)-র তরফে এ ব্যাপারে অনুরোধ করা হয়েছিল। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মূলত হাওড়া সিটি পুলিশ এবং হাওড়া রুরাল পুলিশের আওতাভুক্ত জেলার সমস্ত এলাকাতে ইন্টারনেট বন্ধ থাকবে।
বিজেপি নেত্রীর বক্তব্যের প্রতিবাদে ডোমজুর থানাতেও হামলা চালানো হয় বলে অভিযোগ। এমনকি সাময়িকভাবে ডোমজুড়ে অবরোধ ওঠে বটে কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া, পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। তাই এখন এই পদক্ষেপ।