শাড়ি খুলে নেওয়ার চেষ্টা হয়েছে! বিস্ফোরক অভিযোগ প্রার্থীর

শাড়ি খুলে নেওয়ার চেষ্টা হয়েছে! বিস্ফোরক অভিযোগ প্রার্থীর

কলকাতা: বাংলায় ভোট হবে আর উত্তেজনা সৃষ্টি হবে না, এ যেন অসম্ভব। আজ ১০৮ পুরসভার নির্বাচনেও বঙ্গের ভোট চিত্র একদম এক। সকাল থেকে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়েছে বুথে বুথে। ভোট লুঠ থেকে শুরু করে বহিরাগত আক্রমণের অভিযোগ, আবার কোথাও প্রার্থীকে মারধর থেকে শুরু শ্লীলতাহানির অভিযোগও আসছে! এই যেমন রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডে এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- এজেন্ট নিয়ে রাস্তায় অধীর, কংগ্রেস সাংসদকে ঘিরে বিক্ষোভ বহরমপুরে

রাজপুর সোনারপুর পুরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের ৩৮৯ নম্বর বুথের নির্দল প্রার্থী মহুয়া দাস অভিযোগ করেছেন যে, তাঁর শাড়ি খুলে নেওয়ার চেষ্টা করেছে কিছু বহিরাগত! তাঁর কথায়, বেশ কিছু বহিরাগত আচমকা ওই বুথে ঢুকে ভোট লুঠ করার চেষ্টা করে। বাধা দিতে গেলেই তাঁর ওপর হামলা করা হয়েছে বলে দাবি। সেই সময়েই তাঁর শাড়ি খুলে নেওয়ার চেষ্টা হয় বলেও অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে সরব হয়েছেন তিনি। দাবি করেছেন, সমস্ত ঘটনা পুলিশের সামনেই ঘটলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ করেনি।

শেষ পাওয়া তথ্য বলছে, রাজ্যের ১০৮ পুরসভায় সকাল ৯ টা পর্যন্ত ভোটের হার ১৫.৬৬ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়ছে পূর্ব মেদিনীপুরে, ১৯.৯৬শতাংশ। আর সবচেয়ে কম ভোট আপাতত পড়েছে দার্জিলিংয়ে, মাত্র ১০ শতাংশ। গত ভোটের মতই এবারেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাপ্পা ভোট, ভোট লুঠের মত অভিযোগ ইতিমধ্যে তুলেছে বিজেপি। বঙ্গ রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, ওয়ার্ডে ওয়ার্ডে ছাপ্পা ভোট চলছে, ভোটের নামে প্রহসন চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + nineteen =