ঝাড়খণ্ডে হানা আয়কর দফতরের, ‘পলাতক’ পার্থ ঘনিষ্ঠ

ঝাড়খণ্ডে হানা আয়কর দফতরের, ‘পলাতক’ পার্থ ঘনিষ্ঠ

98bcb66af949a6c97ea3fae5765f79d8

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় আর্থিক তছরূপের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জেল হেফাজত তাঁর বেড়েছে। চলতি মাসে জেলেই থাকবেন তিনি। এদিকে তদন্তের গতি বাড়িয়ে তাঁর এক ‘ঘনিষ্ঠের’ খোঁজ চালানো হচ্ছিল। সেই ব্যক্তিকে পাকড়াও করতে ঝাড়খণ্ড গিয়েছিল আয়কর দফতরের আধিকারিকরা। কিন্তু জানা গিয়েছে, এই ব্যক্তি পলাতক। তাঁর খোঁজেই তল্লাশি শুরু করা হয়েছে।

আরও পড়ুন- প্রচুর জমি কেনা হত কম দামে! গরু পাচারকাণ্ডে বড় তথ্য পেল সিবিআই

আয়কর দফতর জানতে পেরেছিল, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ এক ব্যক্তি টাকা পাচার করতে এখানে এসেছিলেন। তাকে খুঁজতেই ঝাড়খণ্ড পৌঁছেছিল আয়কর দফতরের আধিকারিকরা। কিন্তু জানা গিয়েছে, যে হোটেলে ওই ব্যক্তি ছিলেন বলে খবর ছিল, সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। আধিকারিকরা আসার কয়েক ঘণ্টা আগেই নাকি তিনি হোটেল ছেড়ে চলে গিয়েছেন। অর্থাৎ খালি হাতেই ভিন রাজ্য থেকে ফিরতে হয়েছে আয়কর দফতরের আধিকারিকদের। ইডির পক্ষ থেকে আয়কর দফতরকে এই ব্যক্তির ব্যাপারে খবর দেওয়া হয়েছিল। ঝাড়খণ্ডের ভাণ্ডারা পার্ক এলাকার একটি হোটেলে ছিলেন ওই ব্যক্তি বলে খবর।

ইডি সূত্রে খবর, ওই ব্যক্তি সরকারি গাড়ি করে ঝাড়খণ্ডে এসেছিলেন এবং তার কাছে ছিল বড় একটি ব্যাগ। অনুমান, ওই ব্যাগেই ছিল টাকা যা পাচার করছিলেন তিনি। তবে কোনও ভাবে হয়তো তিনি জেনে যান যে আয়কর দফতর আসছে। তাই আগেভাগেই হোটেল ছেড়ে চলে গিয়েছেন তিনি। উল্লেখ্য, আদালত জানিয়েছে, ৩১ আগস্ট পর্যন্ত জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্থাৎ জেলের মেয়াদ আরও ১৪ দিন বাড়ানো হয়েছে তাঁদের। পাশাপাশি এও নির্দেশ দেওয়া হয়েছে, জেল হেফাজতে থাকাজালীন ইডি দুজনকেই জিজ্ঞাসাবাদ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *