আইএস জঙ্গি মুসার যাবজ্জীবন সাজা, গত সপ্তাহেই হয়েছিল দোষী সাব্যস্ত

আইএস জঙ্গি মুসার যাবজ্জীবন সাজা, গত সপ্তাহেই হয়েছিল দোষী সাব্যস্ত

কলকাতা: আইএস জঙ্গি মুসার যাবজ্জীবন সাজা ঘোষণা করল কলকাতায় এনআইএর বিশেষ আদালত। গত সপ্তাহেই আইএস জঙ্গি মুসাকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। আজ সাজা শোনান হল। দীর্ঘ সময় ধরে এই মামলার শুনানি চলছিল এনআইএর বিশেষ আদালতে। তবে ২০২০ সালে আদালতে মামলা চলাকালীন বিচারকের উদ্দেশ্যে জুতো ছুঁড়ে মারার কারণে মুসাকে আদালতে পেশ করা হত না। প্রেসিডেন্সি সংশোধনাগারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে অংশ গ্রহণ করত তাকে। আজ মামলার রায় ঘোষণা করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল।

আইএস জঙ্গি মুসাকে ২০১৬ সালে বর্ধমান থেকে সিআইডি গ্রেফতার করেছিল। পরে এনআইএ নিজেদের হেফাজতে নিয়েছিল। রাজ্যে প্রথম আইএস জঙ্গি হিসেবে মুসা গ্রেফতার হয়েছিল। অভিযোগ ছিল, মুসা আইইডি বিস্ফোরক সাপ্লাই করত। দেশে বিভিন্ন প্রান্তের ট্যুরিস্ট স্পট গুলিতে বিস্ফোরণ ঘটানো ছিল উদ্দেশ্য। এছাড়াও নিমতিতায় তৃণমূল নেতা জাকির হোসেনের ওপর হামলা চালানোর অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

বিচারাধীন অবস্থায় মুসার বিরুদ্ধে এর আগেও অভিযোগ উঠেছে অনেক। ২০১৭ সালে আলিপুর জেলে থাকাকালীন এক ওয়ার্ডেনের গলা টিপে মারার চেষ্টা করেছিল মুসা। তারপর ২০১৯ সালে আবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। প্রেসিডেন্সি জেলেও এক ওয়ার্ডেনকে মারার চেষ্টা করে সে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =