কলকাতা: আত্মনির্ভর ভারতের কথা অনেক আগে থেকেই বলে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কথাকে যেন অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিল শহর কলকাতা। আর বিদেশ থেকে আনা নয়, খোদ কলকাতার গার্ডেনরিচে তৈরি হল অত্যাধুনিক যুদ্ধ জাহাজ ‘আইএনএস দুনাগিরি’। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের হাত ধরে শুক্রবার কলকাতায় হুগলি নদীর জলে ভাসল এই রণতরী। এর সবথেকে গুরুত্বপূর্ণ বিশেষত্ব হল, শত্রুর র্যাডারে ধরা পড়বে না এটি।
আরও পড়ুন- উত্তরপ্রদেশ মাদ্রাসায় এবার থেকে বাধ্যতামূলক জাতীয় সংগীত
এদিন এই যুদ্ধ জাহাজের সূচনা অনুষ্ঠানে কলকাতায় এসেছিলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গার্ডেনরীচে নৌবাহিনীর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছিল। এই ‘আইএনএস দুনাগিরি’ হল ‘আড়াল’ খুঁজতে ওস্তাদ। জানা গিয়েছে, সমুদ্রের গভীরে গেলেই শত্রু পক্ষের কাছ থেকে আড়াল খুঁজে নিতে পারে এই অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। এমনকি নিখুঁত নিশানায় তাদের যুদ্ধ জাহাজকে নিমেষে ধ্বংস করে দিতে পারে। শুধু শত্রু পক্ষের জাহাজ নয়, গোটা এক বন্দরও উড়িয়ে দিতে সক্ষম এই ‘আইএনএস দুনাগিরি’।
Speaking at the Launch Ceremony of ‘Dunagiri’ in Kolkata. https://t.co/bQomwdOYQW
— Rajnath Singh (@rajnathsingh) July 15, 2022
ঠিক কী প্রযুক্তি রয়েছে এতে? নৌসেনা জানিয়েছে, স্টেলথ প্রযুক্তি সংযোজিত রয়েছে এই যুদ্ধ জাহাজে। যার জন্য শত্রু পক্ষের রাডারে ধরা পড়বে না এর গতিবিধি। যদিও এর আগেও এই প্রযুক্তিসহ জাহাজ ভারত ব্যবহার করেছে। সেই প্রেক্ষিতে বলা যায়, এই যুদ্ধ জাহাজ ভারতের নৌসেনার শক্তি আরও বেশ খানিকটা বৃদ্ধি করল।