শীতলকুচি মামলায় CBI তদন্তের আর্জি পরিবারের, CID-কে সহযোগিতার নির্দেশ দিল হাই কোর্ট

শীতলকুচি মামলায় CBI তদন্তের আর্জি পরিবারের, CID-কে সহযোগিতার নির্দেশ দিল হাই কোর্ট

615c32c5218b682b37baf2406dfa62d2

কলকাতা:  বিধানসভা ভোটে শীতলকুচিতে সিআইএসএফ জওয়ানের মৃত্যুর মামলা সিবিআই-এর হাতে তুলে দেওয়ার জন্য ফের হাই কোর্টের দ্বারস্থ মৃতের পরিবার। এখনও এই ঘটনার তদন্তভার রয়েছে রাজ্য পুলিশের সিআইডি-র হাতে। ঘটনার তদন্তে বারে বারে সিআইডি তাঁর পরিবারকে তলব করছে। কিন্তু সিআইডি-র তদন্তে ভরসা রাখতে পারছেন না তাঁরা।  তাঁদের দাবি, সিবিআই তদন্ত দেওয়া হোক। 

 

 

আরও পড়ুন- নথি হাতে চার তৃণমূল নেতার কেলেঙ্কারি ফাঁস শুভেন্দুর

এদিন, রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, সিআইডি কিছু তথ্য জানতে চায়। এখানে গ্রেফতারে কোনো বিষয় নেই। শুধু তাঁরা তদন্তে সহযোগিতা করুক। আগামী নভেম্বরে এই বিষয়ে নির্দেশ দেবে হাই কোর্ট। ততদিন সিআইডি-র তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়। 
একুশের বিধানসভা ভোটে শীতলকুচিতে গুলিচলনার ঘটনা ঘটে। এই মামলায় অভিযোগ, সিআইএসএফ জওয়ানরা সিআইডি-র তদন্তে সাহায্য করছে না।

এই মর্মে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেও অভিযোগ করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের। তিনি জানান, গ্রেফতার করা হবে না৷ শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হলেও তদন্তে কোনও রকমভাবে সাহায্য করা হচ্ছে না৷ 

অন্যদিকে, কেন্দ্রের আইনজীবীর জানান, সিবিআই এর দাবি ছিল শিতলকুচির ঘটনার তদন্ত সিবিআইয়ের কাছে দেওয়া হবে। কিন্তু সিআইডি সেটা দেয়নি। এধিন শুনানির পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ-

১) CISF জওয়ানদের সিআইডি তদন্তে সহযোগিতা করতে হবে।
২) AG-র  আশ্বাস মত তাঁদের গ্রেফতার করা যাবে না।
৩) তদন্তভার সিবিআইয়ের হাতে হস্তান্তর হবে কি না সেই বিষয়টি চিন্তাভাবনা করবে রাজ্য।

৪) মামলার পরবর্তী শুনানি ১৪ নভেম্বর৷