হাওড়া: বালির তপন দত্ত হত্যা মামলায় নয়া মোড়। হাওড়া আদালতের রায় খারিজ করে নতুন করে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল হাইকোর্ট। নিম্ন আদালত পাঁচ অভিযুক্তকে বেকসুর খালাসের নির্দেশ দেয়। এলাকায় একটি জলাশয় বোজানো নিয়ে অশান্তির জেরে তৃণমূল নেতা তপন দত্তকে খুন হতে হয়েছে বলে অভিযোগ।
প্রসঙ্গত,২০১১ সালের ৬ মে রাতে খুন হন তপন দত্ত। ঘটনার তদন্তভার দেওয়া হয় সিআইডি-কে। ওই মামলায় ষষ্ঠী গায়েন, তাঁর ভাই অসিত গায়েন, শুভাশিস ভৌমিক, কার্তিক দাস ও রমেশ মাহাতকে বেকসুর খালাস দেওয়া হয়। হাওড়ায় তপন দত্ত খুনের মামলায় সিবিআই তদন্ত চেয়ে আবেদন জানিয়েছিলেন তাঁর স্ত্রী প্রতিমা দত্ত। এই মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। তবে সুপ্রিম কোর্ট মামলাটি কলকাতা হাইকোর্টেরপ্রধান বিচারপতি র ডিভিশন বেঞ্চে শুনানির জন্য ফেরত পাঠিয়ে দেয়। সেই মামলার শুনানিতেই গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার এই মামলার শুনানির পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় তপন দত্ত হত্যা মামলার শুনানির সিঙ্গল বেঞ্চে হবে। চার সপ্তাহের মধ্যে এই শুনানি শেষ করতে হবে বলেও ডিভিশন বেঞ্চ একক বেঞ্চকে নির্দেশ দিয়েছে।
স্কুটারে বাড়ি ফেরার পথে ঘোষপাড়া অশোকতলায় রেল ক্রসিংয়ের কাছে খুন হন তপন দত্ত।খুব কাছ থেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় বালির তৃণমূল নেতাকে। ঘটনায় নাম জড়ায় মন্ত্রী অরূপ রায়েরও । তদন্ত শুরু করে বালি থানার পুলিশ। তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করে সিআইডি। তবে সিআইডির তদন্তে খুশি নয় দত্ত পরিবার।