উত্তরে জারি অতিবৃষ্টি, দু’তিন ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি কলকাতাসহ দক্ষিণের জেলায়

উত্তরে জারি অতিবৃষ্টি, দু’তিন ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি কলকাতাসহ দক্ষিণের জেলায়

66c411214289159589a8fd1bcd765a5c

কলকাতা: আগামী দু তিন ঘণ্টার মধ্যেই মুষলধারে বৃষ্টি হতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর এমনটাই। যদিও সপ্তাহের শুরুতেই আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ্যালয় জানিয়েছেন দক্ষিণবঙ্গে এখনো বেশ দুর্বল জায়গায় অবস্থান করছে বর্ষা। জুন মাসে দক্ষিণবঙ্গের কোন জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে চলতি সপ্তাহের প্রায় প্রতিদিনই দক্ষিণবঙ্গ বিশেষ করে কলকাতাসহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সূত্র ধরেই মঙ্গলবার আবহাওয়া দপ্তরের খবর, কলকাতায় আজ, মঙ্গলবার মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মঙ্গলবার সকাল থেকেই কিন্তু কলকাতার আকাশ  কার্যত ঝকঝকে এবং দেখা মিলেছে রোদের। উল্লেখ্য শনি এবং রবিবার কলকাতায় বেশ কয়েক পশলা বৃষ্টি প্রমাণ দিয়েছে যে দক্ষিণবঙ্গের দুয়ারেও বর্ষা। কিন্তু তারপর  সোমবার থেকে ফের কলকাতার আকাশ পরিস্কার। অন্যদিকে রোদের দেখা মিলতেই হাজির ভ্যাপসা গরম। কিন্তু এর মধ্যেই আগামী দু তিন ঘন্টার মধ্যে মুষলধারে বৃষ্টিপাতের কথা জানাল হাওয়া অফিস। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে রাতের দিকে আকাশ মেঘলা থাকবে এবং সেই সময় তাপমাত্রা কিছুটা কমবে। এদিন কলকাতায় দিনের বেলা তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে বলে খবর। তবে আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ায় তাপমাত্রা কিছুটা কমবে বলে খবর।

এদিকে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যখন বিক্ষিপ্ত এবং হালকা বৃষ্টিপাত ছাড়া আর কোনো বড় আপডেট নেই ঠিক তখনই মঙ্গল এবং বুধবার ফের উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি সর্তকতা জারি হয়েছে। জানা যাচ্ছে মঙ্গলবার থেকেই দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি শুরু হবে। অন্যদিকে গত সপ্তাহে একটানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের প্রায় সব নদীতে জলস্তর বিপদসীমার উপরে উঠে গিয়েছে। এমতাবস্থায় আরও বৃষ্টি হলে যেকোনো মুহূর্তে উত্তরবঙ্গের জেলাগুলিতে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে তা এককথায় পরিষ্কার। ইতিমধ্যেই ডুয়ার্স নদীর জলে স্তর বৃদ্ধি পাওয়ায় সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে একটানা বৃষ্টিপাতের কারণে দার্জিলিং, কালিংপয়ের মতো পার্বত্য এলাকাগুলিতে ধস নামার সতর্কতাও জারি করেছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *