কলকাতা: জ্বালাপোড়া গরম সঙ্গে অস্বাভাবিক আদ্রতার হাত থেকে শহরবাসীকে মুক্তি দিতে অবশেষে শুক্রবার সন্ধ্যার ঠিক আগেই ঝেঁপে বৃষ্টি নামল শহরে। এদিন সকালেই কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের সেই ভবিষ্যৎবাণীকেই সত্যি করে শুক্রবার দুপুর তিনটার দিকে কলকাতায় শুরু হয় ধুলোঝড়। আর তার কিছুক্ষণ পরেই ঝেঁপে বৃষ্টি। অন্যদিকে জানা যাচ্ছে প্রবল ঝড়বৃষ্টির কারণে ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে যানজটের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরের পর থেকেই কলকাতায় নেমে আসে রাতের আঁধার। যদিও এদিন সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। দুপুর গড়াতেই শুরু হয় বৃষ্টি। তবে বৃষ্টির আগে বেশ কিছুক্ষণ কলকাতার বিভিন্ন এলাকায় ধুলোর ঝড় হয়েছে বলে জানা যাচ্ছে। দুপুর সাড়ে তিনটে নাগাদ কলকাতার একাধিক অংশে শুরু হয় প্রবল বর্ষণ। সঙ্গী বজ্রপাত। ফলে মুহূর্তের মধ্যেই গুমোট গরমের অস্বস্তি উধাও হয়।
এদিকে আগামী ২৪ ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিনবঙ্গে বর্ষা প্রবেশ করলেও এবারের বর্ষা অনেকটাই দুর্বল বলে হাওয়া অফিস সূত্রে খবর। আর তাই বর্ষার মরসুমেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস ছাড়া তেমন কোনও বড় আপডেট নেই হাওয়া অফিসের কাছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা না মিললেও উত্তরবঙ্গের নাগাড়ে বৃষ্টির জেরে রীতিমতো বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা যাচ্ছে ইতিমধ্যে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা। আর তার জেরেই নিকটবর্তী বহু এলাকায় আগামী কয়েক দিনের মধ্যেই প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়াও একটানা বৃষ্টির কারণে উত্তরবঙ্গের উপরের দিকের জেলা তথা দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের বিভিন্ন জায়গায় ধস নেমেছে। বৃষ্টি থামার কোন লক্ষ্মনই না দেখা দেওয়ায় আগামী কয়েকদিনের মধ্যেই উত্তরবঙ্গের পরিস্থিতি আরও খারাপ হবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।