কলকাতা: গত কয়েকদিন ধরেই রাজ্যে চলছে বৃষ্টিপাত। প্রায় প্রতিদিনই উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশপাশি বাড়বে আপেক্ষিক আর্দ্রতা, তাপমাত্রার পারদ।
আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, বৃহস্পতিবারও রাজ্যে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কালবৈশাখীর পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বাড়বে তাপমাত্রার পারদ। আপেক্ষিক আর্দ্রতা বাড়ার পাশাপাশি বাড়বে অস্বস্তি।
সকাল থেকেই কলকাতার আকাশ পরিষ্কার। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কলকাতায় বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সপ্তাহের শেষে কলকাতায় ব্যাপত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলোতে গত কয়েকদিন ধরেই বৃষ্টিপাত চলছে। এখনও পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃহস্পতিবার মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বুধবারের থেকে তাপমাত্রা কিছুটা কমবে। তবে শুক্রবার থেকে ফের ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চলতি বছর নির্দিষ্ট সময়ের আগেই রাজ্যে আসতে পারে বর্ষা। বর্ষাতে স্বাভাবিক বৃষ্টিপাত হবে বলেই মৌসম ভবন জানিয়েছে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, জুন থেকে সেপ্টম্বর পর্যন্ত বর্ষার বৃষ্টি পাওয়া যাবে। তবে জুলাই ও আগস্টে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে। জুলাই ও আগস্টে বছরের ৭০ শতাংশ বৃষ্টি হবে।