কলকাতা: শনিবার বিকেল থেকে কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড কলকাতা। প্রবল ঝোড়ো হাওয়া তার সঙ্গে মুষুলধারে বৃষ্টিতে ব্যহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। মেট্রো পরিষেবা ব্যহত হয়েছে। যুবভারতীতে এটিকে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংসের ম্যাচ স্থগিত করা হয়েছে। ইতিমধ্যে শহরের বেশ কয়েকটি এলাকায় জল জমে গিয়েছে। প্রবল বৃষ্টির জেরে মহানগরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।
জানা গিয়েছে, জাতীয় গ্রন্থাগারের কাছে রাস্তায় গাছ পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন। ঘটনাস্থলের দিকে বিপর্যয় মোকাবিলা বাহিনী রওনা দিয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, স্থগিত হয়ে গিয়েছে এটিকে মোহনবাগান বনাম বসুন্ধরা কিংসের ম্যাচ। খেলা শুরু হওয়ার ১৩ মিনিটের মধ্যেই প্রবল ঝড় ওঠে। তারপরেই শুরু হয় মুসুলধারে বৃষ্টি। লণ্ডভণ্ড হয়ে যায় যুবভারতী ক্রীড়াঙ্গন। যার জেরেই কর্তৃপক্ষকে ম্যাচটি স্থগিত করে দিতে হয়। খেলা শুরু হওয়ার ১৩ মিনিট পর্যন্ত কোনও দলই গোল করতে পারেনি। এই স্থগিত ম্যাচের আয়োজন পরের শনিবার আদৌ সম্ভব কি না, সেই বিষয়ে কর্তৃপক্ষ আলোচনা শুরু করেছে বলে জানা গিয়েছে। যুবভারতীর আলো ধীরে ধীরে নিভিয়ে দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, ঝড়ের ফলে যুবভারতীয় প্রেস বক্সের দিকের খানিকটা অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, ব্যহত হয়েছে মেট্রো পরিষেবা। টালিগঞ্জ থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ করা হয়েছে। টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রো চলছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, মেট্রো স্টেশনে গাছ পড়েছে। তবে কোন মেট্রো স্টেশনে গাছ পড়েছে, সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।