কলকাতা: মঙ্গলবার গ্রেফতার হয়েছেন প্রাক্তন পর্ষদ চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। নিয়োগ ইস্যু নিয়ে জলঘোলা ক্রমশ আরও বাড়ছে। এই আবহে এদিন সাংবাদিক বৈঠক করলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। শূন্যপদ তো বটেই, টেট পরীক্ষার স্বচ্ছতা নিয়েও চাকরিপ্রার্থীদের বার্তা দিলেন তিনি। জানালেন, আগামী দু’বছরের মধ্যে টেট পাশ করা কোনও পরীক্ষার্থী বসে থাকবে না। সবাই নিয়োগ পাবে। যারা আন্দোলন করছেন নিয়োগ পাইনি বলে, তারা আবেদন করলে নতুন করে নিয়োগ হবে। আবার নতুন পদ না থাকলে সরকারের থেকে শূন্য পদ চাওয়া হবে।
আরও পড়ুন- কালীপুজোয় বাজির বাজারে পুলিশের সঙ্গে নজরদারি চালাবে দুই কেন্দ্রীয় এজেন্সি, নির্দেশ হাই কোর্টের
এদিন গৌতম জানান, এর আগে টেট পরীক্ষা ২০১৪ সালে হয়েছে, ২০১৬ সালেও হয়েছে। যারা পাশ করেছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। এবার থেকে বছরে দু’বার করে নিয়োগ হবে। টেট পরীক্ষা হবে প্রতি বছর। পরীক্ষার আগে ইনফরমেশন বুকলেট ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে। কেমন পরীক্ষা হবে, কত নম্বরের প্রশ্ন হবে, কতগুলি ভাষায় পরীক্ষা হবে, প্রশ্নপত্রের মান কেমন, তা জানিয়ে দেওয়া হবে ইনফরমেশন বুক লেটে। বিষয়গুলি অবগত করেন তিনি। একই সঙ্গেও সকলকে এও আশ্বাস দেন, তিনি আইন মেনেই কাজ করবেন।
চাকরিপ্রার্থীদের কাছে গৌতমের আবেদন, সবাই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার যোগদান করুন। জানুয়ারি মাসে আরও পোস্ট আসবে। যারা টেট পাশ করেছেন তারা আবেদন করুন। বয়স পেরিয়ে যাবে বলে ২০১৭ টেট রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশ গ্রহণ করতে পারবেন না, এমন না। যারা দুর্নীতির শিকার হয়েছে, তারা আর ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করবেন না, এমনটা যেন না হয়, অনুরোধ তাঁর। বয়স পেরিয়ে যাওয়ার বিষয়টি বিচারাধীন। সবাইকে নিয়োগ দেওয়া হবে, স্পষ্টভাবেই বলেছেন তিনি।