জিটিএ নির্বাচন জুন মাসেই! তিন দিনের মধ্যেই গণনা

জিটিএ নির্বাচন জুন মাসেই! তিন দিনের মধ্যেই গণনা

কলকাতা: মার্চ মাসে পাহাড় সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ ইঙ্গিত দিয়েছিলেন যে আগামী ২-৩ মাসের মধ্যেই জিটিএ নির্বাচন হবে। সকলেই চাইছে এই ভোট হোক, এমন কথা ছিল তাঁর। সেই ইঙ্গিত মিলে গেল। জিটিএ নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেল। আগামী ২৬ জুন পাহাড়ে নির্বাচন বলে জানা গিয়েছে। ভোট গণনা হবে ২৯ তারিখ। আর আসন্ন শুক্রবার থেকেই শুরু মনোনয়ন জমা দেওয়া প্রক্রিয়া।

আরও পড়ুন- ঘরে ফিরেই গুরুদায়িত্ব! বনগাঁ সাংগঠনিক জেলা সামলাবেন অর্জুন

রোশন গিরির দল ছাড়া জিটিএ নির্বাচন সবাই চাইছে এই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। তাই বলা যেতে পারে এই ভোটের দিন ঘোষণা হওয়ায় ধাক্কা খেল মোরচা। এদিন দার্জিলিঙে জেলাশাসকের দফতরে ১৮ দল নিয়ে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল। সেখানে দুু’টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছাড়া সকলেই হাজির ছিলেন। এখানেই সিদ্ধান্ত নেওয়া হয় এই নির্বাচন নিয়ে। এটাও জানান হয়েছে, আগামী ২৭ মে এই নিয়ে সরকারিভাবে ঘোষণা করা হবে।

উল্লেখ্য, চলতি মাসেই জিটিএ ভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য। কিন্তু সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেয়, তারা এই ভোটের ব্যাপারে হস্তক্ষেপ করবে না। পাহাড় সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট কথা ছিল, ২ থেকে ৩ মাসের মধ্যে জিটিএ নির্বাচন করা যায় কিনা তা তিনি দেখছেন। দার্জিলিংয়ে চার দলের সঙ্গে বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *