আরও চার দিন সিবিআই হেফাজতে থাকতে হবে অনুব্রতকে, নির্দেশ আদালতের

আরও চার দিন সিবিআই হেফাজতে থাকতে হবে অনুব্রতকে, নির্দেশ আদালতের

44cf11057f0d34bfe1f9cdf079e99b50

আসানসোল: গরু পাচারকাণ্ডে গ্রেফতার অনুব্রত মণ্ডলকে  আরও চার দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত৷ ২৪ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন বীরভূমে তৃণমূল জেলা সভাপতি৷ 

আরও পড়ুন- ‘বীরভূমের মাগুর, জ্যান্ত মাগুর’! কেষ্ট আসার আগেই আসানসোলের রাস্তায় কংগ্রেসের বিদ্রোহ

এদিন আদালতে জামিনের আবেদন জানিয়েছিল৷ অনুব্রত বলেন, ‘‘শরীর অনেকদিন ধরেই অসুস্থ। কালকেও জ্বর ছিল। সঙ্গে কাশি।’’ এটা শোনার পর বিচারক বলেন, ‘‘চিকিৎসকদের বলেছিলাম, তাঁরা আপনাকে দেখছেন তো?’’ অনুব্রত বলেন, ‘‘ওষুধ খাচ্ছি।’’ এর পরেই বিচারক বলেন, ‘‘অসুবিধা হলে চিকিৎসককে জানাবেন৷ কোনও দ্বিধা করবেন না।’’ বিচারকের কথার প্রেক্ষিতে অনুব্রত সম্মতির সুরে বলেন, ‘‘আচ্ছা।’’

এদিন সিবিআই জানান, ‘যে কোটি কোটি টাকার হদিশ মিলেছে, সেটা হয় ওঁর, নয়তো ওঁর মেয়ের কিংবা ওঁর পরিচিতের৷ তাঁদের অ্যাকাউন্ট থেকেই টাকা এদিক-ওদিক হয়েছে। প্রত্যেকটা প্রমাণ হাতে এসেছে৷ এর পর ওঁকে কথা বলার অনেক সুযোগ দেওয়া হয়েছে। ওঁকে বার বার ডাকা হলে বাধা দেওয়ার চেষ্টা করেন। উনি তো প্রভাবশালী। ওঁর সঙ্গেও রাজ্য সরকারের যোগসূত্র রয়েছে। ভুয়ো প্রেসক্রিপশন লিখে দেওয়ার জন্য চিকিৎসকদের হুমকি দিয়েছেন। ওঁর দেহরক্ষী ছিল এই চক্রের মধ্যস্থতাকারী। এটা একার ব্যবসা নয়। একটা চক্র’’৷