‘আমাদেরই লোককে খুন করিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা, সহ্য করব না’

‘আমাদেরই লোককে খুন করিয়ে বাংলাকে বদনাম করার চেষ্টা, সহ্য করব না’

কলকাতা: রামপুরহাটে তৃণমূল উপপ্রধান ভাদু শেখের হত্যার ঘটনায় শাসক শিবির ষড়যন্ত্রের কথাই বারবার স্পষ্ট করছে। কুণাল ঘোষ থেকে শুরু করে পার্থ চট্টোপাধ্যায় একই দাবি করছেন। এবার একই সুর শোনা গেল ফিরহাদ হাকিমের গলায়। বীরভূমের নেতা অনুব্রত মণ্ডলকে পাশে বসিয়ে তিনি বললেন, বাংলাকে বদনাম করার যে চেষ্টা করা হচ্ছে তা তারা কেউ সহ্য করবেন না।

আরও পড়ুন-  তৃণমূল নেতা খুনে অগ্নিগর্ভ রামপুরহাট, পর পর বাড়িতে আগুন, ১০ জনের ঝলসানো দেহ উদ্ধার

ফিরহাদ আজ বলেন, তাদেরই লোককে খুন করিয়ে, বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে বাংলাকে যে বদনাম করার চেষ্টা করা হচ্ছে তা তারা কেউ সহ্য করবেন না। তিনি বলেন, পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে যে আসল অপরাধী যে আছে তাকে খুঁজে বের করতে হবে এবং কড়া শাস্তি দিতে হবে। এর পিছনে কোনও ষড়যন্ত্র থাকলে সেটাও সামনে আনতে হবে। এই প্রসঙ্গেই তাঁর দাবি, রাজ্যের সরকারকে, রাজ্যকে বদনাম করার জন্য এটা চক্রান্ত করা হয়েছে। বাংলায় আইন নেই, শাসন নেই এটা প্রমাণ করতে গিয়ে এটা করা হয়েছে। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন কারণ তিনি দ্রুত সিট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন যাতে ঘটনার তদন্ত তাড়াতাড়ি শুরু হয়।

আসলে তৃণমূল উপপ্রধান খুন হওয়ার পরেই অনুগামীরা তাণ্ডব চালায়, পর পর বাড়িতে আগুন লাগানো হয় বলে দাবি। ইতিমধ্যেই ১০ জনের মৃত্যুর খবর এসেছে। রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য জানান, গতকাল খুনের ঘটনার পরেই নেতার গ্রামে ৭-৮ টি বাড়িতে আগুন লেগে যায়। রাতের মধ্যেই সেখানে পুলিশ, দমকল সব পৌঁছে গিয়েছিল। আজ সকালের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসার পর একটি বাড়িতে ঢুকে ৭ জনের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *