কলকাতা: আজ থেকে রাজ্য শুরু হয়েছে ১২-১৪ বছর বয়সীদের টিকাকরণ। বিভিন্ন স্কুলে পড়ুয়াদের টিকাকরণ করা হচ্ছে। জেলায় জেলায় এখনও পর্যন্ত অনেকেই টিকা পেয়েছেন। কিন্তু প্রথম থেকেই টিকার পরিমাণ নিয়ে প্রশ্ন ছিল। কত টিকা, কোন কোন জেলা বা স্কুল পাবে, সেই নিয়ে চর্চা হয়েছে। তবে এবার এই ইস্যুতে স্পষ্ট তথ্য দিয়ে দিলেন ফিরহাদ হাকিম। জানালেন, আবেদনের ভিত্তিতে বিভিন্ন স্কুলে পৌঁছে দেওয়া হবে পর্যাপ্ত টিকা।
আরও পড়ুন- ফের শুশুনিয়া পাহাড়ে আগুন, শুকনো পাতায় বাড়ছে বিপদ
এদিন এই নিয়ে ফিরহাদ বলেন, ৩৭টি কেন্দ্রে টিকাকরণ প্রক্রিয়া চলছে। এর পর প্রয়োজনে আরও স্কুলে টিকা দেওয়ার ব্যবস্থা করা হবে। আবেদনের ভিত্তিতে বিভিন্ন স্কুলে পৌঁছে দেওয়া হবে টিকা। আজ তিনি নিজেই চেতলা গার্লস স্কুলে যান টিকাকরণ শুরু হওয়ার পর। নিজে দাঁড়িয়ে থেকে কয়েক জন কিশোরীর টিকাকরণ করান ফিরহাদ। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, ১২-১৪ বছর বয়সীরা অনলাইনে টিকা অ্যাপয়েনমেন্ট বুক করতে পারেন। টিকাকরণ কেন্দ্রে গিয়েও নিজের নাম নথিভুক্ত করতে পারেন। কর্বেভ্যাক্স একমাত্র সরকারি করোনো টিকাকরণ কেন্দ্র থেকেই দেওয়া হবে। আলাদা কর্বেভ্যাক্স টিকাকরণ কেন্দ্র স্থাপন করা হবে। এই টিকা দুটি ডোজের ব্যবধান হবে ২৮ দিন। সেই নিয়মেই রাজ্য টিকা দিচ্ছে।
ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার আগাম ৩০ কোটি ডোজ কোর্বেভ্যাক্স ভ্যাকসিনের বরাত দিয়েছে টিকা প্রস্তুতকারী সংস্থাকে। খবর, এই ভ্যাকসিন কিনতে সরকারের খরচ পড়বে ১ হাজার ৫০০ কোটি টাকা। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এই ভ্যাকসিনের দাম পড়বে আনুমানিক ১৪৫ টাকা। দু’টি ডোজের এই ভ্যাকসিন বিশেষ ভাবে তৈরি করা হয়েছে ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য।