ধর্ষণের প্রমাণ চাওয়া নেতাকে চেনেনই না ফিরহাদ!

ধর্ষণের প্রমাণ চাওয়া নেতাকে চেনেনই না ফিরহাদ!

কলকাতা: মুর্শিদাবাদের ভগবানগোলায় হাঁসখালি কাণ্ডের প্রতিবাদে একটি মিছিলের আয়োজন করেছিল সিপিএম। বামেদের সেই মিছিলকে একেবারেই গুরুত্ব দেননি ভগবানগোলার তৃণমূলের ব্লক সভাপতি আফরোজ সরকার। তিনি মিছিল প্রসঙ্গে বিরক্তি প্রকাশ করে বলেন, ”ধর্ষণ হলে প্রমাণ দেখাক। নাহলে মিছিল করলে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হবে।” এই মন্তব্য করে তিনি বিতর্ক বাড়িয়েছেন। অনেকেই ভেবেছিল এই ইস্যুতে ব্যবস্থা নেবে তৃণমূল। কিন্তু ফিরহাদ হাকিম বলছেন তিনি ওই নেতাকে চেনেন না।

আরও পড়ুন- ব্রেকিং: জঙ্গলমহলে হাই অ্যালার্ট! বড় হামলার আশঙ্কা

ফিরহাদের কথায়, সব ছোটখাটো ব্লক সভাপতির খবর তিনি জানেন না। কে কোথায় কী বলছে, সব না জেনে কোনও মন্তব্য করার দরকার নেই। যদিও তিনি এটাও বলেছেন যে, যদিও কেউ এমন বলে থাকে তাহলে দল সেই মন্তব্য সমর্থন করে না। আসলে ভগবানপুর ব্লকের তৃণমূল সভাপতির বক্তব্যের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর তাতেই হইচই শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও নিয়েছেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, যদি ধর্ষণ হয়, প্রমাণ দেখাক। তারপর পুলিশকে বলা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে এইভাবে বদনাম দিয়ে আটকানো যাবে না। বাড়াবাড়ি করলে ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হবে।  

রাজ্য একের পর এক ধর্ষণের ঘটনায় উত্তাল। পিংলা থেকে বোলপুর, হাঁসখালি… আরও বেশ কয়েকটি জেলায় বিগত কয়েকদিনে লাগাতার ধর্ষণের ঘটনা ঘটেছে। অনেক জায়গাতে আবার অভিযোগের তীর তৃণমূল সদস্যের দিকেই। হাঁসখালির ঘটনায় গ্রেফতারিও হয়েছে ইতিমধ্যেই। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় হাঁসখালির ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন যার জেরে প্রবল সমালোচনা হচ্ছে এখনও। তার মধ্যেই নতুন অস্বস্তি ঘাসফুলের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 3 =