কলকাতা: ‘‘আসানসোল আর বালিগঞ্জ আমাদের প্রার্থীদের প্ল্যান করে গণ্ডগোল করে আটকানো হয়েছে৷ আমাদের বাংলায় লড়তে হচ্ছে প্রথমে পুলিশ, তারপর গুন্ডা, তারপরে তৃণমূল কংগ্রেস। এখন পশ্চিমবঙ্গের সরকার পুলিশকে দিয়ে সরকার চালাচ্ছে, ভোট করাচ্ছে৷” ভাটপাড়ায় সাংবাদিক সম্মেলন করে জানালেন আসানসোল নির্বাচনের বিজেপি পর্যবেক্ষক তথা ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ। ভোটের দিন সকাল থেকে অর্জুন সিং নিজের বাড়িতে বসে প্রযুক্তি কে কাজে লাগিয়ে আসানসোল ও বালিগঞ্জের ভোটের পর্যবেক্ষণ করেন।
বুধবার সকালে তিনি বলেন, ‘‘আসানসোলে পরিকল্পনা করে আমাদের প্রার্থী আটকানো হয়েছে৷ গন্ডগোল করে ভোটারদের ভয় দেখানো হয়েছে। এই বাংলায় গণতন্ত্র নেই৷ আমরা বারবার বলে আসছি বুথের মধ্যে অর্থাৎ ১০০ মিটারের মধ্যে পুলিশের যাওয়ার অধিকার নেই৷ তার পরেও লোকাল পুলিশ জল খাওয়ার বাহানা করে খাবার খাওয়ার বাহানা করে চলে যাচ্ছে। এই নিয়ে বিজেপি প্রার্থীরা বালিগঞ্জ ও আসানসোলে সরব হয়েছে৷ আমাদের মন্ডল প্রেসিডেন্ট বুথ এজেন্টদের মারধর করা হয়েছে৷ হসপিটালে পাঠানো হয়েছে। এই সব চলছে। আমরা বারবার নির্বাচন কমিশনকে নজরে আনছি, যে নির্বাচন কমিশন আরও শক্ত ভাবে মানুষের ভোট দেওয়ার অধিকারটা পাইয়ে দিক।’’
রাজ্যপালের টুইট প্রসঙ্গে কোন মতামত অবশ্য প্রকাশ করেননি অর্জুন সিং৷ তিনি বলেন, ‘‘রাজ্যপাল একটা সাংবিধানিক পদ৷ তিনি যা করবেন সংবিধান মেনেই করবেন।’’ টেনে এনেছেন দুর্নীতিতে নাম জড়ানো প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম৷ তিনি বলেন, ‘‘পার্থ চট্টোপাধ্যায় জেলে যাবেন৷ পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির একটা পাহাড় আছে৷ এস এস সি, টেট, প্রাইমারি সবকিছুর মধ্যেই পার্থ চট্টোপাধ্যায়ের যোগাযোগ আছে৷ আদালতের নির্দেশে সিবিআই তদন্ত করছে৷ তদন্ত করে যে সিদ্ধান্ত হবে তাই হবে৷ তদন্তে সহযোগিতা করা উচিত পার্থ চট্টোপাধ্যায়ের৷’’ মনে করিয়ে দিয়েছেন, ‘‘পার্থর বিরুদ্ধে আইকোর মামলাও আছে। তদন্তে দোষী হলে নিশ্চিত গ্রেপ্তার হবে৷’’