SSC অফিসে CRPF নিরাপত্তা, CCTV নজরদারির নির্দেশ! গভীর রাতে নির্দেশ হাইকোর্টের

SSC অফিসে CRPF নিরাপত্তা, CCTV নজরদারির নির্দেশ! গভীর রাতে নির্দেশ হাইকোর্টের

কলকাতা: এসএসসি মামলায় নাটকীয় মোড়৷ বেনজিরভাবে রাত ১১টা শুরু হয় হাইকোর্টে মামলার শুনানি৷ এসএসসি চেয়ারম্যান পদ থেকে সিদ্ধার্থ মজুমদারের ইস্তফা দেওয়ার পরই নথি নষ্টের আশঙ্কা প্রকাশ করেন চাকরিপ্রার্থীরা৷ চেয়ারম্যান না থাকার সুযোগ নিয়ে নথি নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়৷ অবিলম্বে এসএসসির অফিসে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়ে হাইকোর্টে জরুরি ভিত্তিতে মামলা দায়ের করা হয়৷ মামলা গ্রহণ করে আদলত৷ অবিলম্বে নথি সংরক্ষণের দাবি জানিয়ে রাতদুপুরে কলকাতা হাইকোর্টে ইতিমধ্যেই মামলার শুনানি শুরু হয়৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি শুরু হয়৷ মামলার শুনানিতে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, কাল দুপুর থেকে কেউ এসএসসির অফিসে ঢুকতে পারবে না৷ এসএসসির দফতরে মোতায়েন থাকবে সিআরপিএফ৷ থাকবে সিসিটিভি নজরদারি৷ আজ রাতেই CRPF নিজেদের হেফাজতে চলে যাচ্ছে স্কুল সার্ভিক কমিশনের দফতর৷ নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

এসএসসি চেয়ারম্যান বদল হওয়ার জন্য তাঁদের প্রমাণ যাতে কোনও ভাবে লোপাট না হয়, তা নিশ্চিত করতে প্রধান বিচারপতির বেঞ্চে আপিল করা হয় চাকরিপ্রার্থীদের তরফে৷ সেই আপিলের পরিপ্রেক্ষিতে রাতেই শুরু হয় মামলার শুনানি৷ প্রধান বিচারপতি নির্দেশে রাতেই শুনানির প্রক্রিয়া শুরু হয়৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে মামলার শুনানিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেন৷

এস‌এসসির চেয়ারম্যান পদে সিদ্ধার্থ মজুমদারের ইস্তফা দেওয়ার পর নতুন করে শুরু হয়েছিল জল্পনা৷ তাঁর কাছে থাকা যাবতীয় নথি কোথায় থাকবে, সেগুলি নষ্ট করে দেওয়া হতে পারে বলে আগেই অভিযোগ জানিয়েছিল মামলাকারীর পক্ষ থেকে। মামলাকারীদের পক্ষ থেকে আবেদন করা হয়, যে সমস্ত নথি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কাছে ছিল, সেগুলি যেন সুরক্ষিত করে রাখা হোক হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে৷ এসএসসির অফিসে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়া হোক বলেও আবেদন জানানো হয়েছে চাকরিপ্রার্থীদের তরফে৷ মূলত, নথি সংরক্ষণের বিষয়ে রাতেই শুরু হয় মামলার শুনানি৷

এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় হাইকোর্টের রাতে বিশেষ বেঞ্চ কলকাতা হাইকোর্টের ইতিহাসে নজিরবিহীন ঘটনা বলে মনে করছেন আইনজীবী মহলের একাংশ৷ এদিন রাতের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের চেম্বারে চলে শুনানি৷ এদিন শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, পাঁচ সদস্যের কমিটির সুপারিশ মেনে যে চাকুরিগুলি দেওয়া হয়েছিল তার ডিজিটাল রেকর্ড নষ্ট হতে পারে, তাই সিসিটিভি ক্যামেরার রেকডিং চালু রাখতে হবে সার্বক্ষণ। কারা কারা অফিসে ঢুকেছে, কারা কারা অফিসের বাইরে বেড়িয়েছেন, চেয়ারম্যান ইস্তফা দেওয়ার পর, যাবতীয় রেকডিং আদালতে জমা দিতে হবে। বৃহস্পতিবার সকালে মামলার শুনানিতে সব ভিডিও রেকডিং জমা দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের সেক্রেটারি আগামীকাল দুপুর১২ টায় আদালতে জমা দিতে হবে৷ কাল সাড়ে ১২টা থেকে সিআরপিএফ মোতায়েন থাকবে এসএসির অফিসে৷ ডিজিটাল নথি কোন ভাবেই যাতে নষ্ট না হয়, তা CRPF-কে SSC বিল্ডিংয়s নাজদারী করবেন৷ এই সংক্রান্ত রিপোর্ট আদালতে জানাতে হবে৷ এদিন রাতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সরাসরি কথা বললেন CRPF-এর DG-র সঙ্গে। আগামীকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কেউ যাতে ঢুকতে না পারেন না,  তা নিশ্চিত করবেন ডিজি।

নিয়োগ বিতর্কের মাঝেই পদত্যাগ করলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান

নির্দিষ্ট সময়ের আগেই CBI দফতরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

ব্রেকিং: SSC নিয়োগ দুর্নীতি মামলায় CBI তদন্তের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ 

BREAKING: SSC নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে CBI দফতরে হাজিরার নির্দেশ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *