কনস্টেবলের চাকরিতেও ভুয়ো পরীক্ষার্থী, আটক সাত

কনস্টেবলের চাকরিতেও ভুয়ো পরীক্ষার্থী, আটক সাত

ccf77b23547fa4d61d37f516709c7711

 

কলকাতা: পুলিশের কনস্টেবলের পদে পরীক্ষা দিতে এসে সাতজন ভুয়ো পরীক্ষার্থীকে আটক করল বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আজ পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা ছিল। বিধাননগর লবন হ্রদ বিদ্যাপীঠ ও বিডি  স্কুলে পরীক্ষা শুরু হওয়ার আগে এডমিট কার্ড চেক করার সময় সাতজন ভুয়ো পরীক্ষার্থীকে আটক করা হয়।

পরীক্ষায় বসার আগে এডমিট কার্ড চেকিং চলছিল। ধৃতরা যে এডমিট কার্ড দেখায় তাতে নিজের নাম, বাবার নাম এবং বাড়ির ঠিকানা সঠিক জানাতে পারিনি। সেই সময় পুলিশের সন্দেহ হয়। দুজনকে আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে সঠিক তথ্য দিতে পারেনি। তারপর তাদের আটক করা হয়। বিহারের বাসিন্দা রূপেশ কুমার৷ নদিয়ার বাসিন্দা ঝন্টু মুন্ডার হয়ে পরীক্ষা দিতে এসেছিল রূপেশ কুমার। অন্যজন অচিন্ত্য বিশ্বাস। মনিরাম সরকারের হয়ে পরীক্ষা দিতে এসেছিল অচিন্ত্য বিশ্বাস। দুজনই অন্যের হয়ে পরীক্ষা দিতে এসেছিল।

অন্যদিকে, বিধাননগর বিডি স্কুল থেকে ৫ জনকে আটক করল বিধাননগর উত্তর থানার পুলিশ।ভুয়ো পরীক্ষার্থীদের কোনো চক্র কাজ করছে কিনা এবং এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত শুরু করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *