পরেশ অধিকারীকে জেরার মধ্যেই জরুরি বৈঠক সিবিআইয়ের, কী নিয়ে আলোচনা?

পরেশ অধিকারীকে জেরার মধ্যেই জরুরি বৈঠক সিবিআইয়ের, কী নিয়ে আলোচনা?

কলকাতা: শুক্রবার সকালে ফের রাজ্যের মন্ত্রী পরেশ অধিকারীকে ডেকে পাঠায় সিবিআই। পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদের সময়েই নিজাম প্যালেসে বৈঠকে বসেন সিবিআইয়ের শীর্ষস্থানীয় আধিকারিকরা। এই বৈঠকের আগেই দিল্লি থেকে কলকাতা আসেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর। 

শুক্রবার সিবিআইয়ের জরুরি বৈঠকে অ্যাডিশনাল ডিরেক্টর জয়েন্ট ভাটনাগরের পাশাপাশি উপস্থিত ছিলেন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের জয়েন্ট ডিরেক্টর ও অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চের জয়েন্ট ডিরেক্টর। রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলায় তদন্ত করছে এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই মামলার অগ্রগতির বিষয়ে আলোচনা করতেই এই বৈঠক হয় বলে জানা গিয়েছে। 

এখন সংবাদের শিরোনামে জায়গা করে নিয়েছে এসএসএসি মামলা। যতদিন যাচ্ছে, এসএসসি মামলা তত জটিল হচ্ছে। এই এসএসসি মামলার তদন্ত করছে সিবিআই। বৃহস্পতিবারের পর শুক্রবার পরেশ অধিকারীকে ডেকে পাঠায় সিবিআই। এদিনও রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রীকে জেরা করে সিবিআই। পাশাপাশি আগামী সপ্তাহে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দ্বিতীয়বারের জন্য তলব করেছে সিবিআই। পাশাপাশি ভোট পরবর্তী হিংসা, বগটই হত্যাকাণ্ড, ঝালদার কাউন্সিলর তপন দত্ত খুন, হাঁসখালি ধর্ষণ কাণ্ড সহ একাধিক মামলায় সিবিআই তদন্ত করছে। 
এই সব মামলায় তদন্তের অগ্রগতির বিষয়ে আলোচনা করতেই সিবিআইয়ের এই বৈঠক হয় বলে জানা গিয়েছে। আদালতে যাতে সিবিআইয়ের মান বজায় থাকে, সেক্ষেত্রে নিখুঁত তদন্তের ওপর জোর দিয়েছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকেরা। আদালতের নজরদারিতে যে সব মামলা হচ্ছে, সেই মামলার ওপরেই বৈঠকে মূলত জোর দেওয়া হয়। 

এই বৈঠকের মধ্যেই রাজ্যের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কীভাবে নম্বর না থাকার পরেও কীভাবে মেধা তালিকায় শীর্ষে অঙ্কিতা অধিকারীর নাম গেল, সেই নিয়েও প্রশ্ন করা হবে। পাশাপাশি কোন আধিকারিককে মেয়ের চাকরির জন্য নির্দেশ দেওয়া হয়েছিল সেই বিষয়েও সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গিয়েছে।     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 3 =