কলকাতা: নিয়োগ সংক্রান্ত ইস্যু নিয়ে এদিন সাংবাদিক বৈঠক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি স্পষ্ট করে জানিয়েছ দিলেন, কলকাতা হাইকোর্ট যেভাবে রায় দেবে সেইভাবে তারা চাকরি দিতে প্রস্তুত। এমনকি আইনিভাবে যাদের নিয়োগ হয়নি, তাদের নিয়োগ বাতিল করতেও রাজি তারা। তবে এই প্রেক্ষিতেই আন্দোলনকারীদের আন্দোলন তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। শিক্ষামন্ত্রীর বক্তব্য, আন্দোলন তুলে নিয়ে চাকরিপ্রার্থীরা বাড়ি যান, পুজোর সময় পরিবার, আত্মীয়দের সঙ্গে কাটান। আদালতের নির্দেশ মেনে নিয়োগ করতে তৈরি রাজ্য সরকার।
আরও পড়ুন-পুজো আটকেছে পুলিশ! হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতার দাদা
এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, আদালতের নির্দেশে সমস্ত ব্যতিক্রমী নিয়োগ বাতিল করে তার ফলে যে শূন্যপদ সৃষ্টি হবে সেই পদে অপেক্ষমান মেধা তালিকার অনুসারে যোগ্য প্রার্থীদের নিয়োগ করার জন্য এসএসসি তৈরি আছে। তাঁর কথায়, আদালতের মত সরকারও চাইছে সমস্ত জটিলতা কাটিয়ে দ্রুত এই বিষয়ে নিষ্পত্তি করতে এবং নিয়োগ শুরু করতে। তাই আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের বিক্ষোভ তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন ব্রাত্য বসু। সাংবাদিক বৈঠকে তাঁর সঙ্গেই ছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল।
অন্যদিকে নবম থেকে দ্বাদশের নিয়োগ নিয়ে এসএসসি চেয়ারম্যান জানান, সরকার একই সঙ্গে যারা মেধা তালিকায় আছেন তাদের সুযোগ দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে। এটা বিভাগীয় এবং সরকারি সিদ্ধান্ত। তবে এর মাধ্যমে সবাই চাকরি পেয়ে যাচ্ছে। পুজোর আগে এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা যেতে পারে।