কলকাতা: শিক্ষক নিয়োগে দুর্নীতি ইস্যু নিয়ে এখন কার্যত তোলপাড় গোটা রাজ্য। গোয়েন্দাদের নজরে চলে এসেছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী। যে সময়ের নিয়োগ নিয়ে এত প্রশ্ন সেই সময়ে শিক্ষামন্ত্রী ছিলেন পার্থই। এখন তাঁকে এবং রাজ্যের তৎকালীন নেতা-মন্ত্রীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এসএসসি’র তৎকালীন তথা প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। জানালেন, তখন ভালই চাপ আসত তাঁর কাছে। এমনকি পার্থ চট্টোপাধ্যায় তাঁর সঙ্গে খারাপ ব্যবহার পর্যন্ত করেছিলেন বলে দাবি করেছেন তিনি।
আরও পড়ুন- সবাই সুবিধা পাচ্ছে? ‘কন্যাশ্রী’ নিয়ে নতুন উদ্যোগ নিল সরকার
চিত্তরঞ্জন মণ্ডল রাজ্যে তৃণমূল সরকার গঠনের পরে চিত্তরঞ্জনই প্রথম এসএসসির চেয়ারম্যান। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, তৃণমূল নেতা-মন্ত্রীরা অনেক সময়ে গাড়িচালকের হাতে করে তালিকা পাঠিয়ে দিতেন। পাতার পর পাতা নাম আসত, সুপারিশ আসত। বিভিন্ন হায়গা থেকেই চাপ দেওয়া হত তাঁর ওপর। এই প্রসঙ্গেই তিনি আরও বলেন, পার্থ চট্টোপাধ্যায় বিপুল চাপ দিতেন। এরপর একদিন তিনি তাঁকে ডেকে বেশ রুঢ়ভাবেই বলেছিলেন পদত্যাগ করতে। চিত্তরঞ্জনের কথায়, তিনি এই বিষয় নিয়ে খুব দুঃখ পেয়েছিলেন, ভেবেছিলেন রাজ্যের মন্ত্রী হয়ে তিনি হয়তো একটু ভাল ব্যবহার করবেন, কিন্তু তা হয়নি। এমনকি ইস্তফা পত্রে তিনি যে কারণ লেখেননি সেই বিষয়েও তাঁর থেকে জানতে চাওয়া হয়নি বলে দাবি। তাঁর বক্তব্য, তখন তাঁকে ‘তাড়ানোর’ বিরাট তাড়া ছিল।
যদিও বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনও রকম অভিযোগ নেই তাঁর। চিত্তরঞ্জন জানান, ব্রাত্য বসু তাঁকে কখনও কোনও রকম চাপ দেননি। আর মুখ্যমন্ত্রী নিজে তাঁকে চেম্বারে ডেকে আইন, নিয়ম মেনে কাজ করতে নির্দেশ দিয়েছিলেন। তিনি জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে স্পষ্ট ভাবে নির্দেশ দিয়েছিলেন কোনও কিছুর সঙ্গে আপোষ না করে কাজ করতে। তা তিনি মেনেছিলেন।