অশোকনগর: ভুয়ো সংস্থা খুলে বাংলাদেশের ব্যাঙ্ক থেকে কোটি কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ। শুক্রবার সকালে অশোকনগরে তিন ব্যবসায়ীর বাড়িতে হানা দিল ইডি। এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হল।
জানা গিয়েছে, অশোকনগরের ১৫ নম্বর ওয়ার্ডে ভারতী ক্লাব এলাকায় সুকুমার মৃধা নামের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। তাঁর বিরুদ্ধে ভুয়ো সংস্থা দেখিয়ে বাংলাদেশের ব্যাঙ্ক থেকে ৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে। ইডির সূত্রে জানা গিয়েছে, সুকুমার মৃধা নামের ওই ব্যবসায়ী বাংলাদেশের ব্যাঙ্ক থেকে ৩০০ কোটি টাা ঋণ নিয়েছিলেন। পরে সেই ঋণ তিনি শোধ করেননি। হাওয়াওয়ালা মারফত সেই টাকা তিনি ভারতে পাঠিয়ে দিয়েছিলেন। ভারতে কয়েক বছর আগেই সুকুমার মৃধা কয়েক কাঠা জমি কিনে সেখানে একটি বিলাসবহুল বাড়িও তৈরি করেন। বাংলাদেশ ব্যাঙ্ক জালিয়াতির খবর ভারতের ইডির গোচরে নিয়ে আসে।
অভিযোগ, বাংলাদেশের বেশ কয়েকজন ব্যবসায়ী ব্যাঙ্ক জালিয়াতি করে ভারতে এসেছেন। অশোকনগর এলাকায় তাঁরা বাড়ি, জমি সহ সম্পত্তি তৈরি করেছেন। এরপরেই তদন্তে নামে পুলিশ। অশোকনগরের সুকুমার মৃধার বাড়িতে শুক্রবার সকালেই তল্লাশি চালায়। যদিও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেখানে সুকুমার মৃধা বা তাঁর পরিবার থাকতেন না। তাঁরা এখনও বাংলাদেশে থাকেন বলে জানা গিয়েছে। সুকুমার মৃধার বাড়ির পাশেই স্বপন মিত্রের বাড়ি। স্বপন মিত্রের বাড়িতেও তল্লাশি চালায়। তবে সুকুমার মৃধাকে না পাওয়া গেলেও ব্যবসায়ী স্বপন মিত্র বাড়িতেই ছিলেন। তাঁকে ইডি গ্রেফতার করেছে। পাশাপাশি বিল্ডিং মোড়ে প্রণয় হালদার নামের আর এক ব্যবসায়ী বাডডিতে ইডি তল্লাশি চালায় বলে জানা গিয়েছে। এই তিন ব্যবসায়ীর বিরুদ্ধে বাংলাদেশে ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে।