নয়াদিল্লি: রাজধানী দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে বড় ধাক্কা খেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। গরু পাচার মামলায় অনুব্রত সংক্রান্ত মামলায় জয় পেল ইডি। তৃণমূল নেতাকে দিল্লি আনতে প্রোডাকশন ওয়ারেন্ট পেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। অর্থাৎ তাঁকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে পারবে তাঁরা। দিল্লির আদালতে অনুব্রত মণ্ডল যে আবেদন করেছিলেন তা সোমবার খারিজ হয়ে গিয়েছে।
আরও পড়ুন: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্র বিক্ষোভ, উত্তাল মেডিক্যাল, হাইকোর্টে গেলেন রোগীর আত্মীয়
গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে তৎপর ছিল ইডি। তা নিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারকের এজলাসে প্রায় ২ ঘণ্টা মামলার শুনানি হয়েছিল শনিবার। তবে শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়। সোমবার এই মামলার রায় দেওয়া হবে বলেই জানিয়েছিল আদালত। এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হল যে, অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যেতে ইডির কোনও বাধা নেই। যে প্রোডাকশন ওয়ারেন্ট পেয়েছে তাঁরা সেটি আসানসোল আদালতে জমা দিলে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার ট্রানজিট রিমান্ড পাবে ইডি। এরপর আর কোনও বাধা থাকবে না তৃণমূল নেতাকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে।
তবে অনুব্রত মণ্ডলকে যাতে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়া হয় তার জন্য পুরো চেষ্টাই করছিলেন তাঁর আইনজীবী। আদালতে তাঁর প্রশ্ন ছিল, ঘটনা পশ্চিমবঙ্গের, এফআইআর’ও বাংলায়। তাহলে কেন ইডি তাঁকে দিল্লি আনতে চাইছে? যদিও বিচারকের বক্তব্য ছিল, আগে দু’জনের ক্ষেত্রে ইডির আবেদন মঞ্জুর হয়েছে। অনুব্রতর ক্ষেত্রে অন্যরকম রায় দিলে পুরনো রায় পুনর্বিবেচনার দাবি উঠতে পারে।