ব্রেকিং: পার্থকে ভুবনেশ্বরে উড়িয়ে নিয়ে যাবে ED, নির্দেশ হাইকোর্টের

ব্রেকিং: পার্থকে ভুবনেশ্বরে উড়িয়ে নিয়ে যাবে ED, নির্দেশ হাইকোর্টের

d00b80f927e694ac807065ddce2b5e52

কলকাতা: হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন ‘অসুস্থ’ পার্থ চট্টোপাধ্যায়৷ সোমবার সকালেই তাঁকে নিয়ে যাওয়া হবে, ভুবনেশ্বরে। কার্ডিওলজি নেফ্রলজি এবং মেডিসিন বিভাগের চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করবেন৷ এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা রাখা হবে দুর্নীতির দায়ে ধৃত তৃণমূলের মহসচিব পার্থ চট্টোপাধ্যায়ের জন্য৷ সোমবার বিকেল তিনটের মধ্যে রিপোর্ট দিতে হবে৷ ইডির মামলার শুনানিতে সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট৷

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পর অসুস্থ পার্থকে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে৷ নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে দায়ের হয় মামলা৷ আজ বিকেলে দীর্ঘক্ষণ চলে সওয়াল-জবাব৷ মামলায় সব পক্ষের সওয়াল জবাব শোনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী সাফ জানিয়ে দেন, সোমবার সকালেই পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বরে। কার্ডিওলজি নেফ্রলজি এবং মেডিসিন বিভাগের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা-নিরীক্ষা করবেন৷ থাকবে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা৷ পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে থাকবেন হাসপাতালের চিকিৎসক এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী৷ সোমবার বিকেল তিনটের মধ্যে হাইকোর্টকে এই সংক্রান্ত রিপোর্ট দিতে হবে৷

এর আগেও কেন্দ্রীয় সংস্থার হাতে গ্রেফতারির পর তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকে অসুস্থ হয়ে এসএসকেএমে ভর্তি হতে দেখা গিয়েছিল৷ এর আগেও বহুবার সিবিআই কিংবা ইডি তৃণমূলের একাধিক নেতাকে ভুবনেশ্বরে আটক করে রেখেছিল৷ এবারও পার্থর ক্ষেত্রেও হল না ব্যতিক্রম৷

পার্থ কি আদৌ অসুস্থ? সত্যিই কি তাঁর হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন রয়েছে? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা নিয়ে এমনই সন্দেহ প্রকাশ করে হাইকোর্টের দ্বারস্থ হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পার্থ চট্টোপাধ্যায়ের এসএসকেএম হাসপাতালে ভর্তি করা নিয়ে শনিবার যে নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত, সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই রবিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, ইডির এই দাবির ভিত্তিতেই রবিবার ছুটির দিন, বিকেল চারটার সময় এই মামলার দীর্ঘক্ষণ শুনানি হয়৷ বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে এই শুনানি হয়৷

শনিবার সন্ধ্যায় শারীরিকভাবে অসুস্থ বোধ করায় রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেয় ব্যাঙ্কশাল আদালত। কিন্তু নিম্ন আদালতের এই নির্দেশে অসন্তুষ্ট ইডি। কারণ আদৌ পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ কিনা সেই নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। সেই কারণেই নিম্ন আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শনিবার রাতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে দ্রুত শুনানির আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আর্জির উপর ভিত্তি করেই রবিবার ছুটির দিনেও চলে মামলার শুনানি ও রায়দান৷

রবিবার রাতপর্যন্ত রাজ্যের শিল্পমন্ত্রী এসএসকেএমের কার্ডিয়লজি বিভাগের এসি কেবিনে ভর্তি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। হাইকোর্টের নির্দেশে, আজই শেষ হচ্ছে পার্থর এসএসকেএমের ভর্তির মেয়াদ৷ সোমবার সকালে ইডির সঙ্গে এয়ার অ্যাম্বুল্যান্সে উড়ে যাবেন ভুবনেশ্বর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *