গরুপাচার মামলায় দুই আইপিএসের ওপর নজর ইডির, আগামী সপ্তাহে তলব

গরুপাচার মামলায় দুই আইপিএসের ওপর নজর ইডির, আগামী সপ্তাহে তলব

4e8c0fcdca8133eb0d8d54a85a307449

কলকাতা: গরু পাচার মামলায় বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে অনেক আগেই গ্রেফতার করেছে সিবিআই। তাঁর বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। এবার একই মামলায় দুই আইপিএস অফিসারকে তলব করল ইডি। কয়লা পাচার মামলায় এর আগে যে আট অফিসারকে ইডি তলব করেছিল তাদের মধ্যে একজনকে ফের তলব করা হয়েছে এই মামলাতে। আগামী ২৬ এবং ২৮ সেপ্টেম্বর দিল্লিতে ডাকা হয়েছে তাদের।

আরও পড়ুন- সম্পত্তি বৃদ্ধি মামলায় আদালতের দ্বারস্থ রাজ্যের মন্ত্রীরা, নির্দেশ পুনর্বিবেচনার আর্জি

জানা গিয়েছে, রাজ্যের এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিং এবং ডিসি সাউথ আকাশ মাঘারিয়াকে দিল্লিতে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগের তলবে হাজিরা দিতে যাননি জ্ঞানবন্ত সিং। এবার তিনি যান কিনা সেটাই দেখার। তবে এই তলবের পিছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এখন থেকেই। কারণ বিজেপি নবান্ন অভিযানের দিন যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গ্রেফতার হন তখন সেখানে উপস্থিত ছিলেন জ্ঞানবন্ত সিং। এমনটাই শোনা গিয়েছিল। আকাশ মাঘারিয়াও নাকি একই স্থানে ছিলেন। সেই ঘটনার সঙ্গে কি এই তলবের যোগ আছে? প্রশ্ন এটাই।

এরই মধ্যে আবার সিআইডি জানিয়েছে, গরু পাচারের মামলায় অন্যতম মূল অভিযুক্ত ব্যবসায়ী এনামুল হক কয়েকশো কোটি ধাপে ধাপে পাচার করেছে। সম্প্রতি এনামুলের ভাগ্নেদের বিভিন্ন অফিসে প্রায় এক সপ্তাহ ধরে তল্লাশি চালিয়েছে সিআইডি। সেখান থেকে যে সমস্ত নথিপত্র মিলেছে তা দেখে এমনটাই জানিয়েছে তাঁরা। বলা হয়েছে, টাকা বিদেশে পাচারের একাধিক প্রমাণ তাঁরা পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *