পার্থকাণ্ডের আবহেই এসেছিল ইডির নোটিশ, জবাব দিলেন কৃষ্ণ কল্যাণী

পার্থকাণ্ডের আবহেই এসেছিল ইডির নোটিশ, জবাব দিলেন কৃষ্ণ কল্যাণী

কলকাতা: বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে নোটিস পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগেই নোটিস পাঠানো হয়েছিল বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছিল। ইডির সেই নোটিশের জবাব কৃষ্ণ কল্যাণী শনিবার দিয়েছেন। জানিয়েছেন, কোনও অনিয়ম হয়নি তাঁর সংস্থায়।

আরও পড়ুন- রানি রাসমণির সঙ্গে এবার মমতার তুলনা! বিতর্কের কেন্দ্র বিশ্বজিৎ

ইডির তরফে গত ২৫ জুলাই রায়গঞ্জের বিধায়কের ব্যবসায়িক সংস্থা ‘কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের’ রায়গঞ্জের ঠিকানায় পাঠানো হয়েছিল ওই নোটিস। দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন সংক্রান্ত অর্থ লেনদেনের হিসাব চাওয়া হয়েছিল ইডির তরফে। চিঠিতে ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পর্যায়ের এক আধিকারিক জানিয়েছেন, ২০০২ সালে বেআইনি অর্থ লেনদেন প্রতিরোধ আইনের ৫০ নম্বর ধারা অনুযায়ী এই নোটিস পাঠানো হয়েছে। ইডির নোটিসের জবাব দিয়ে কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন, সংবাদমাধ্যম ইডির নোটিসের ভুল ব্যাখ্যা করেছে। তাঁকে নয়, তাঁর সংস্থাকে নোটিশ পাঠানো হয়েছিল এবং তার জবাব ইডিকে দেওয়া হয়েছে। তাঁর সংস্থায় কোনও রকম আর্থিক বেনিয়ম হয়নি, এমনটাই স্পষ্ট দাবি করেছেন তিনি।

উল্লেখ্য, কিছুদিন আগেই বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির নতুন চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব নিয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিজেপির প্রতীকে নির্বাচিত ওই বিধায়ক মুকুল রায়ের স্থলাভিষিক্ত হয়েছেন। গত ২৮ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে মুকুল রায় পিএসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। এর পরে কৃষ্ণ কল্যাণীকে পরবর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণ নিজেও তৃণমূলে যোগ দিয়েছেন। তাই এই পদ নিয়ে বিতর্ক থেকেই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − five =