BREAKING: পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করল ED

BREAKING: পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করল ED

 কলকাতা: আজ দিনভর ১৪টি জায়গায় তল্লাশি চালিয়ে ২০ কোটি নগদ টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার হয়েছে রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে৷ বস্তায় ভরা ছিল এই বিপুল ধনরাশি৷ সেই সঙ্গে উদ্ধার হয়েছে ২০টি মোবাইল ফোন৷ এখনও পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রয়েছেন ইডি-র আধিকারিকরা৷ সারাদিন তল্লাশি করে এই পাহাড়প্রমাণ টাকা উদ্ধার করেন তদন্তকারী অফিসাররা৷ নিজেদের টুইটার হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেছে খোদ ইডি৷

 

 

 

এসএসসি নিয়োগ দুর্নীতিতে বেনিয়মের পাশাপাশি কী আর্থিক লেনদেন হয়েছিল? এই প্রশ্ন যখন জোড়াল হয়ে উঠেছে, ঠিক সেই মুহূর্তে এই বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার নিশ্চিত ভাবেই তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা৷ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তল্লাশি করে উদ্ধার হল বান্ডিল বান্ডিল নোট৷ এদিকে, আজ বিকেলেও ফিরহাদ হাকিম বলেছিলেন, ইচ্ছা করে আর্থিক তছরুপের কথা বলা হচ্ছে৷ এর ঠিক পরেই ২০ কোটি নগদ উদ্ধার৷ এর আগে যে ছবি রাজ্যের বাইরে দেখা গিয়েছিল, সেই ছবি এবার ধরা পড়ল এ রাজ্যে৷  

এর আগে বারবার অভিযোগ উঠেছে যে টাকার বিনিময়ে এসএসসি-তে নিয়োগ হয়েছে৷ সেই অভিযোগ হয়তো অনেকটাই প্রমাণিত হল আজ৷ জানা যাচ্ছে, শিক্ষক দুর্নীতি মামলায় শুক্রবার সকালেই ডায়মন্ড সিটি আবাসনে পৌঁছে গিয়েছিলেন ইডি-র অফিসাররা৷ সেখান থেকেই ৫০০ এবং ২০০০ টাকা নোটে প্রায় ২০ কোটি টাকা উদ্ধার করেন তাঁরা৷ এই টাকা কোথা থেকে কী ভাবে এল? পেশায় আইনজীবী অর্পিতা মুখোপাধ্যায়ের কাছ থেকে এখনও এর কোনও সদুত্তর দিতে পারেননি৷ অর্পিতা মুখোপাধ্যায় কী ভাবে এই দুর্নীতির সঙ্গে জড়িয়েছিলেন সেটাও স্পষ্ট নয়৷ তবে তাঁর অন্যতম পরিচয় তিনি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ৷ ২০১৫-১৬ সাল থেকেই শিল্পমন্ত্রীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা৷ এসএসসি কাণ্ডে সরাসরি অর্পিতার নাম ছিল না৷ এসএসসি’র কোনও পদেও তিনি ছিলেন না৷ এর পরেও তাঁর বাড়ি থেকে এই বিপুল পরিমাণ নগদ উদ্ধার হওয়ার ঘটনা প্রচ্ছন্নে পার্থ চট্টোপাধ্যায়ের দিকেই আঙুল তুলছে৷ এমনটাই মনে করছেন ইডি আধিকারিকরা৷ 

২০ কোটির টাকার পাশাপাশি ২০টি মোবাইল উদ্ধার হওয়ায় নিশ্চিত ভাবে তাৎপর্যপূর্ণ৷ এর পিছনে কি কোনও চক্র জড়িত? তিনি এই টাকা কী ভাবে পেলেন? এসএসসি নিয়োগ দুর্নীতিতে কারা কারা যুক্ত, কাদের মাধ্যমে সেই টাকা কোথায় পৌঁছেছে, সেই রহস্য উদঘাটন করতে গিয়েই সামনে এল চমকে দেওয়াপ মতো ঘটনা৷