কলকাতা: লাফিয়ে লাফিয়ে বাড়ছে টাকার অঙ্ক৷ গার্ডেনরিচের পরিবহণ ব্যবসায়ী আমির খানের বাড়ি এবং তাঁর নিউটাউনের অফিস থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে ১৭ কোটি৷ এমনটাই জানাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷
আরও পড়ুন- ভিতরে টাকা গুণছে ED, বাইরে সংজ্ঞা হারালেন খান পরিবারের এক মহিলা
শনিবার সাত সকালে আমিরের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেন ইডির আধিকারিকরা৷ উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা গোনার জন্য আনা হয় মোট আটটি নোট গোনার যন্ত্র৷ এই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসে হয়েছে ১০টি ট্রাঙ্ক৷
এদিন সকাল সাড়ে ৮টা থেকে কলকাতার ছ’টি জায়গায় তল্লাশি অভিযান শুরু করে ইডি। সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও জানা যাচ্ছিল না আমিরের গার্ডেনরিচের দোতলা বাড়িতে ঠিক কত টাকা রয়েছে৷ অবশেষে দুপুরের দিকে ইডি-র আধিকারিকরা জানান, আমিরের দোতলার বাড়ি থেকে সাত কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে৷ পরে জানা যায় টাকার অঙ্ক আট কোটি। তখনও চলছিল টাকা গোনার কাজ৷ রাতের দিকে তা বেড়ে ১৭ কোটিতে পৌঁছে যায়৷
ইডি সূত্রের খবর, পরিবহণ ব্যবসায়ী আমিরের দোতলার বাড়ির একটি ঘরের খাটের তলায় অসংখ্য প্লাস্টিকের থলিতে মুড়ে থরে থরে সাজিয়ে রাখা ছিল নোটের বান্ডিল। সেখানে রাখা ছিল ৫০০ এবং ২০০০ টাকা নোট৷ এই বিপুল পরিমাণ টাকা গুণতে ডেকে আনা হয় স্টেট ব্যাঙ্কের আধিকারিকদের৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>