সকাল থেকে তল্লাশি, গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ি থেকে ১১ কোটি উদ্ধার করল ইডি!

সকাল থেকে তল্লাশি, গার্ডেনরিচে ব্যবসায়ীর বাড়ি থেকে ১১ কোটি উদ্ধার করল ইডি!

কলকাতা: গার্ডেনরিচের পরিবহণ ব্যবসায়ী আমির খানের বাড়ি এবং তাঁর নিউটাউনের অফিসে হানা দিয়ে ১১ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শনিবার সকালে কলকাতার বিভিন্ন জাগায় অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা৷ পার্ক স্ট্রিটের কাছে ম্যাকলয়েড স্ট্রিট, নিউটাউন, মোমিনপুরে বন্দর সংলগ্ন এলাকার পাশাপাশি গার্ডেনরিচের শাহি আস্তাবল গলিতে পৌঁছে যান ইডি আধিকারিকরা। সূত্রের খবর, তল্লাশি শুরুর ঘণ্টা তিনেক পর গার্ডেনরিচে ওই পরিবহণ ব্যবসায়ীর বাড়ি থেকে ৫০০ ও ২০০০ টাকার এক গুচ্ছ নোটের বান্ডিল উদ্ধার হয়৷  সেই টাকা গোনার জন্য মোট আটটি নোট গোনার মেশিন নিয়ে আসা হয়। এই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়ার জন্য নিয়ে আসা হয় ১০টি  ট্রাঙ্কও।

আরও পড়ুন- গার্ডেনরিচ থেকে উদ্ধার নোটের পাহাড়! কেন্দ্রীয় সংস্থা দিয়ে বাংলার অর্থনীতি ভাঙার চেষ্টা, সরব ফিরহাদ

শনিবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয় ইডি-র তল্লাশি। তবে সকাল থেকে দুপুর গড়িয়ে গেলেও আমিরের হেফাজতে ঠিক কত টাকা রয়েছে, তা জানা যাচ্ছিল না। অবশেষে দুপুরে ইডি-র অফিসাররা জানান, আমিরের দোতলা বাড়ি থেকে সাত কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে৷ পরে জানা যায় উদ্ধার হওয়া টাকার পরিমাণ আট কোটি। বিকেলের ইডি জানায়, টাকার পরিমাণ ১১ কোটি৷ 

সূত্রের খবর, আমির খানের দোতলা বাড়ির একটি ঘরের খাটের তলায় অসংখ্য প্লাস্টিকের থলিতে ভরে থরে থরে সাজানো ছিল নোটের বান্ডিল। তাতে ছিল ৫০০ এবং ২০০০ টাকার নোট৷ ওই টাকা গুনতেই আনা হয় যন্ত্র৷ সাহায্য নেওয়া হয় স্টেট ব্যাঙ্কের আধিকারিকদের৷ 

আমিরের বিরুদ্ধে অভিযোগ, মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে লোক ঠকাতেন আমির৷ সেই মামলার সূত্র ধরেই অভিযানে নামে ইডি।  আমিরের গার্ডেনরিচের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়৷ বিকেলের দিকে তাঁর নি‌উটাউনের অফিস থেকে আরও কয়েক কোটি টাকা উদ্ধার হয় বলে ইডি সূত্রে খবর।