কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে এবার পিংলায় ইডির হানা৷ পিংলায় পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামাঙ্কিত স্কুলে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ তাৎপর্যপূর্ণ বিষয় হল, ওই স্কুলের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য৷
আরও পড়ুন- বৃষ্টি বাড়তেই চওড়া হচ্ছে ডেঙ্গির থাবা, ত্রস্ত বঙ্গবাসী
বুধবার দুপুর সাড়ে ৩টে নাগাদ পিংলার খিরিন্দা মৌজাতে বিসিএম ইন্টারন্যাশনাল স্কুলে হানা দেয় পাঁচজন ইডি আধিকারিকের একটি দল৷ স্কুলে পৌঁছেই তাঁরা সোজা চলে যান প্রধান শিক্ষিকার ঘরে৷ সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ খতিয়ে দেখা হচ্ছে নথিপত্র৷ ইডি-র আধিকারিকরাও তাঁদের সঙ্গে করে বেশ কিছু নথি নিয়ে এসেছিলেন৷ সেই সকল নথি নিয়েই তাঁরা ভিতরে ঢোকেন৷
গত ২৩ জুলাই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়৷ গ্রেফতার করা হয় পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কেও৷ অর্পিতার দু’টি ফ্ল্যাটে হানা দিয়ে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করে ইডি৷ পার্থ-অর্পিতার একাধিক সম্পত্তির পাশাপাশি প্রাক্তনমন্ত্রীর ঘনিষ্ঠদের সম্পত্তির উপরেও নজর ছিল ইডি-র৷
পার্থ চট্টোপাধ্যায়ের প্রয়াত স্ত্রী’র নামাঙ্কিত বাবলি চট্টোপাধ্যায় ফাউন্ডেশনের উদ্যোগে পিংলায় তৈরি করা হয়েছিল বিসিএম ইন্টারন্যাশনাল স্কুল৷ এবং এই স্কুলের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময়৷ পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর দু’দিন স্কুল বন্ধ রাখা হয়েছিল৷ এর পর স্বাভাবিক ভাবেই পঠনপাঠন চলছে৷ সকাল থেকে দুপুর পর্যন্ত স্কুলে পড়ুয়ারা থাকে৷ ইডি আধিকারিকরা যখন হানা দেন, তখন স্কুলে কোনও পড়ুয়া ছিল না৷ সূত্রের খবর, এসএসসি দুর্নীতির টাকা বাবলি চট্টোপাধ্যায় ফাউন্ডেশনেও বিনিয়োগ হয়েছে কিনা, তারই সলুক সন্ধানে পিংলায় ইডি হানা৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>