কোচিং সেন্টারেও দুর্নীতি যোগ? মানিক-ঘনিষ্ঠের অফিসে ইডি হানা

কোচিং সেন্টারেও দুর্নীতি যোগ? মানিক-ঘনিষ্ঠের অফিসে ইডি হানা

কলকাতা: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য গ্রেফতার হয়েছেন নিয়োগ দুর্নীতি ইস্যুতে। তাঁর গ্রেফতারির পর এবার তদন্তের গতি আরও একটু বাড়িয়েছে ইডি। সেই প্রেক্ষিতে শনিবার সকালে তারা হানা দিল মহিষবাথানের একটি টিচার্স ট্রেনিং সেন্টারের অফিসে। এটি মানিক ভট্টাচার্যের এক ঘনিষ্ঠের অফিস বলেই জানা গিয়েছে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে এই অফিসের কোনও যোগ থাকতে পারে বলেই অনুমান করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

আরও পড়ুন- এবার শুভেন্দুকে নোটিস তমলুক থানার, ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে হবে জেরার সময় এবং স্থান

এদিন সকালে অফিসের সামনে পৌঁছতেই ইডি আধিকারিকরা দেখেন যে অফিসে তালা দেওয়া। কিছুক্ষণ ধরে চাবির খোঁজ করলেও তা পাওয়া যায়নি। পরে তালা ভেঙে অফিসের ভিতরে ঢোকেন ইডি আধিকারিকরা। শেষ পাওয়া খবর অনুযায়ী আপাতত অফিসের ভিতর তল্লাশি করা হচ্ছে। ইডি মনে করছে, টাকার বিনিময়ে বিভিন্ন চাকরিমুখী কোর্স করানোর প্রতিশ্রুতি দেওয়া হত এবং চাকরির আশ্বাসও মিলত এখান থেকে। এইভাবে অনেকের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলেই সন্দেহ করছে ইডি আধিকারিকরা।

এদিকে মানিক সম্পর্কে ইডি আরও বড় দাবি করে বলেছে, অবৈধ প্রার্থীদের বিএড সার্টিফিকেট পাইয়ে দিয়েও কমিশন নিয়েছেন তিনি! তাদের দাবি, একাধিক বেসরকারি বিএড কলেজের সঙ্গে মানিকের ছেলে ও স্ত্রীর সংস্থার অলিখিত চুক্তি ছিল। যার মাধ্যমে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। এছাড়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও তাঁর টাকা নিয়ে কিছু বাকবিতর্ক হয় বলেও অনুমান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =