মানিক এবং তাঁর ঘনিষ্ঠদের জমির পরিমাণ কত? উত্তর খুঁজছে ইডি

মানিক এবং তাঁর ঘনিষ্ঠদের জমির পরিমাণ কত? উত্তর খুঁজছে ইডি

কলকাতা: এসএসসি দূর্নীতি কাণ্ডের প্রেক্ষিতে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য যে ভালোই চাপে আছেন তা বলাই বাহুল্য। তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করেছিল সিবিআই। বলা হয়েছিল তিনি নাকি নিখোঁজ! কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকে কিছুদিন আগেই যাদবপুরের বাড়িতে এবং পরে বিধানসভায় দেখা গিয়েছিল। কিন্তু তাঁর ওপর থেকে যে গোয়েন্দা সংস্থাদের নজর সরে গিয়েছে এমনটা নয়। ইতিমধ্যে জানা গিয়েছে, তাঁর আত্মীয়দের সম্পত্তির ওপর নজর রেখেছে ইডি।

আরও পড়ুন- বিচারাধীন মামলার মিডিয়া ট্রায়াল বন্ধ হোক, দাবি মমতার

সূত্রের খবর, রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর মানিক ভট্টাচার্য বা তাঁর ঘনিষ্ঠদের নামে কত জমি কেনা হয়েছে তা সন্ধান চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এর জন্য নদিয়া জেলা রেজিস্ট্রি অফিসের তথ্যও খতিয়ে দেখছে তাঁরা। ইডি ইতিমধ্যে নির্দিষ্ট করে আট জনের নামের তালিকা দিয়েছে বলেও খবর মিলেছে। মূলত তাঁর পরিবারের সদস্যরা ছাড়াও দুটি বেসরকারি সংস্থার ব্যাপারেও জানতে উদ্যত ইডির আধিকারিকরা। নির্দিষ্ট করে ২০১১ সালের পরে তাঁর এবং তাঁর পরিবারের সম্পত্তির হিসেব দেখতে চাইছে গোয়েন্দা সংস্থা।

কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টের আইনজীবীদের ইডি জানিয়েছিল যে, প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরেই সিবিআই তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করে। সন্দেহ করা হচ্ছিল যে তিনি রাজ্য ছেড়ে পালাতে পারেন। তাই বিমানবন্দরেও কড়া নজরদারি রাখা হয়েছিল। কিন্তু অবশেষে মানিক যে শহরেই আছেন তা স্পষ্ট হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *