অর্পিতার জীবনবিমার প্রিমিয়াম প্রায় দেড় কোটি! সামলাতেন পার্থ, দাবি ইডির

অর্পিতার জীবনবিমার প্রিমিয়াম প্রায় দেড় কোটি! সামলাতেন পার্থ, দাবি ইডির

কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শুরুর ৫৮ দিনের মাথায় সোমবার চার্জশিট পেশ করেছেন ইডি। গ্রেফতার হওয়া পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মোট সম্পত্তি নিয়েও তথ্য দিয়েছে তাঁরা। এবার জানা গেল, অর্পিতা মুখোপাধ্যায়ের জীবনবিমা সম্পর্কিত কিছু তথ্য যা ইডি তাদের চার্জশিটে উল্লেখ করেছে। জানান হয়েছে, ৩১ টি জীবনবিমা ছিল অর্পিতার এবং তার প্রিমিয়াম দিতেন পার্থ চট্টোপাধ্যায়। সব মিলিয়ে মোট প্রিমিয়ামের অঙ্ক ছিল প্রায় দেড় কোটি! ইডির পেশ করা চার্জশিটে এমনই তথ্য দেওয়া আছে।

আরও পড়ুন- অভিষেককে নিয়ে শুভেন্দুর ব্যক্তিগত আক্রমণ বাংলার সংস্কৃতি বিরুদ্ধ, ফুঁসে উঠল তৃণমূল

ইডির তথ্য বলছে, অর্পিতা মুখোপাধ্যায়ের ৩১ টি জীবনবিমার মধ্যে কোনোটার প্রিমিয়াম ছিল ৫০ হাজার টাকা, আবার কোনোটার প্রিমিয়াম ৪৫ হাজার টাকা ছিল। সব মিলিয়ে জীবনবিমার প্রিমিয়াম প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি। তদন্তকারী সংস্থার দাবি, পার্থ চট্টোপাধ্যায়ই এই জীবনবিমার টাকা দিতেন। গোয়েন্দা সূত্রে খবর, পার্থ চট্টোপাধ্যায়ের মোবাইল বাজেয়াপ্ত করার পর মুছে দেওয়া তথ্য সংগ্রহ করে একাধিক মেসেজ পাওয়া গিয়েছে। প্রাক্তন মন্ত্রীর মোবাইলে বিমার টাকা জমা পড়ার এসএমএসও আছে। যে ব্যাঙ্কগুলিতে বিমা করা হয়েছিল গোয়েন্দারা সেই ব্যাঙ্কগুলিতে যোগাযোগ করে, নথি সংগ্রহ করে সব খতিয়ে দেখেই এই ব্যাপারে নিশ্চিত হয়েছে।

গত ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডি৷ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ২৩ তারিখ তাঁকে গ্রেফতার করা হয়৷ এর ঠিক ৫৮ দিনের মাথায় সোমবার চার্জশিট জমা দিয়েছে ইডি। জানান হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ১০৩ কোটিরও বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে৷ অর্পিতার দুটি ফ্ল্যাটে হানা দিয়ে উদ্ধার হয়েছে ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা৷ মিলেছে ৫.০৮ কোটির সোনা৷ এছাড়াও বেনামে ৪৮.২২ কোটি টাকার সম্পত্তি রয়েছে পার্থ ও অর্পিতার৷ অর্থাৎ সব মিলিয়ে ১০৩.১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *