ছেলের অ্যাকাউন্টে আড়াই কোটি! মানিককে নিয়ে বড় দাবি ইডির

ছেলের অ্যাকাউন্টে আড়াই কোটি! মানিককে নিয়ে বড় দাবি ইডির

কলকাতা: প্রাথমিক শিক্ষক পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেফতার করেছে ইডি। আর তাঁকে গ্রেফতার করার পর থেকে একের পর এক দাবি করা হচ্ছে। আগেই ইডি জানিয়েছে যে, মানিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে মেসেজ করেছিলেন এক ব্যক্তি। সেই মেসেজ পরে মানিককে পাঠান পার্থ। এবার ইডি দাবি করল, মানিকের পুত্রের অ্যাকাউন্টে মিলেছে প্রায় আড়াই কোটি টাকা।

আরও পড়ুন: বাঁকুড়ার পাহাড়ি গুহা ফের আলোচনার কেন্দ্রে, কী আছে এখানে

মানিককে নিয়ে আদালতে ইডির দাবি, লক্ষ লক্ষ টাকায় চাকরি বিক্রি করা হয়েছে। প্রাথমিক এক হিসেবে ৪৪ জনের অনৈতিকভাবে চাকরি হয়েছে, প্রত্যেকে দিয়েছেন ৭ লক্ষ টাকা করে। এছাড়া মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে ওএমআর শিট নষ্টের অভিযোগও রয়েছে। এদিকে ইডির চার্জশিটে উল্লেখ আছে, করোনা কালে মানিক প্রাইভেট কলেজগুলি থেকে ছাত্রপিছু ৫০০ টাকা করে নিয়েছেন। টাকা না পেলে কলেক কর্তৃপক্ষকে ধমকও দিয়েছেন তিনি। সেই কারণেই পার্থর কাছে জনৈক ওই ব্যক্তি জানিয়েছিল মানিকের জন্য দলের নাম খারাপ হবে।

ইডির তরফে জানানো হয়েছে, নিয়োগ দুর্নীতি মামলায় মানিকের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া নথিতে গরমিল দেখার পরই তাঁকে তলব করা হয়। এছাড়া পার্থ চট্রোপাধ্যায়ের মামলায় ইডি যে চার্জশিট দিয়েছে, তাতেও মানিক ভট্টাচার্যের নাম রয়েছে। চার্জশিটে বলে হয়েছে, টাকার বিনিময়ে প্রার্থীদের চাকরি দিয়েছিলেন মানিক।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + sixteen =