সবকিছু নাকি পার্থরই, জানিয়েছেন অর্পিতা! দাবি করছে ইডি

সবকিছু নাকি পার্থরই, জানিয়েছেন অর্পিতা! দাবি করছে ইডি

6a9b0aa011431cea7049b224d84c9ac4

কলকাতা: গ্রেফতার হওয়ার প্রথম দিন থেকেই অর্পিতা মুখোপাধ্যায়ের দাবি ছিল উদ্ধার হওয়া অর্থ, সম্পত্তি কোনওটাই তাঁর নয়। তবে কার? এই ছিল প্রশ্ন। এদিকে পার্থ চট্টোপাধ্যায়ও একই কথা বলে এসেছেন। কিন্তু সম্প্রতি ইডি এই মামলায় যে চার্জশিট পেশ করেছে তাতে অন্য দাবি করেছে। ইডি জানিয়েছে, টাকা থেকে শুরু করে বেনামি সম্পত্তি, সবকিছুই নাকি পার্থ চট্টোপাধ্যায়ের। এমন কথা স্বীকার করেছেন খোদ অর্পিতা। কিন্তু এতদিন তিনি কেন বলেননি? ইডি দাবি, অর্পিতার প্রাণের ভয় ছিল।

আরও পড়ুন- অভিষেককে নিয়ে শুভেন্দুর ব্যক্তিগত আক্রমণ বাংলার সংস্কৃতি বিরুদ্ধ, ফুঁসে উঠল তৃণমূল

চার্জশিটে ইডি দাবি করেছে, অর্পিতা মুখোপাধ্যায় নিজের আর মায়ের প্রাণের ভয়ে আগে মুখ খোলেননি। কিন্তু অবশেষে তিনি তাদের জানিয়েছেন যে, নগদ কোটি কোটি টাকা, বেনামী ফ্ল্যাট-বাগানবাড়ি-জমি, এমনকী গয়নাও পার্থ চট্টোপাধ্যায়ের। এছাড়া ইডি আগেই দাবি করেছে যে, অর্পিতার বিমার প্রিমিয়াম যা বছরে প্রায় দেড় কোটি, তাও দিতেন পার্থ চট্টোপাধ্যায়। এমনকি বিমার নথিতে পার্থকে অর্পিতার মামা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এই তথ্য ছাড়াও সামনে উঠে এসেছে অর্পিতার কাছে থাকা একাধিক দেশের মুদ্রার তথ্য। জানা গিয়েছে, নেপাল, থাইল্যান্ড শুরু করে আমেরিকা, বাংলাদেশ, সিঙ্গাপুরের মুদ্রা ছিল তাঁর কাছে। কোনও দেশের ১ টি মুদ্রা তো কোনও দেশের প্রায় ১৯০ টি মুদ্রা! ইডির দাবি, জেরায় বারবার অর্পিতা জানিয়েছেন, সমস্ত সম্পত্তি পার্থ চট্টোপাধ্যায়ের।

গত ২২ জুলাই পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে হানা দেয় ইডি৷ ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর ২৩ তারিখ তাঁকে গ্রেফতার করা হয়৷ এর ঠিক ৫৮ দিনের মাথায় সোমবার চার্জশিট জমা দিয়েছে ইডি। জানান হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ১০৩ কোটিরও বেশি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে৷ অর্পিতার দুটি ফ্ল্যাটে হানা দিয়ে উদ্ধার হয়েছে ৪৯ কোটি ৮০ লক্ষ টাকা৷ মিলেছে ৫.০৮ কোটির সোনা৷ এছাড়াও বেনামে ৪৮.২২ কোটি টাকার সম্পত্তি রয়েছে পার্থ ও অর্পিতার৷ অর্থাৎ সব মিলিয়ে ১০৩.১০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *