কলকাতা: রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে শুক্রবার রাতে উদ্ধার হয়েছে ২০ কোটিরও বেশি টাকা। সেই সময় অর্থের মোট পরিমাণ জানা যায়নি। ৩ টি টাকা গোনার মেশিন এনে সেই টাকা গোনা হচ্ছিল। এখন ইডি সূত্রে জানা গিয়েছে, মোট টাকার পরিমাণ ২১ কোটি ছুঁয়েছে, পরিমাণ আরও বাড়বে। এছাড়াও অর্পিতার আরও সম্পত্তির হদিশ মিলেছে বলে খবর। যদিও ইডি দাবি করছে, তিনি তদন্তে সহযোগিতা করছেন না।
আরও পড়ুন: ২৪ ঘণ্টা পার, পার্থর বাড়ি থেকে বেরোচ্ছেই না ইডি!
জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার ফ্ল্যাট ছাড়াও অর্পিতার বেলঘরিয়ায় দুটি ফ্ল্যাট আছে, যেখানে তাঁকে কিছুদিন আগে পর্যন্ত দেখা যেত বলে স্থানীয়রা দাবি করেছে। এছাড়া দেওয়ানপাড়াতেও একটি বাড়ি রয়েছে তাঁর। সেই বাড়িতে এখন তাঁর মা এবং অন্য আত্মীয়েরা থাকেন বলে খবর। গতকাল রাত থেকেই অর্পিতার ডায়মন্ড সিটি আবাসনে আছে ইডির একটি দল। টাকা গোনার কাজ চলছে। কিন্তু তাদের দাবি, তদন্তে পুরোপুরি সহযোগিতা করছেন না অর্পিতা। সব প্রশ্নের উত্তর দিলেও টাকার উৎস নিয়ে কোনও প্রশ্নের উত্তর দিতে চাইছেন না তিনি।
অর্পিতা মুখোপাধ্যায় রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলেই দাবি করা হচ্ছে। জানা গিয়েছে, তিনি আইনি পেশার সঙ্গে যুক্ত। কিন্তু আদতে তিনি ঠিক কী কাজ করেন তা এখনও নিশ্চিত করা যায়নি। সূত্রের খবর, দক্ষিণ কলকাতার বাসিন্দা অর্পিতা শহরের একটি নামী দুর্গা পুজোর সঙ্গে যুক্ত। সেই দুর্গা পুজোর বিজ্ঞাপনের জন্যও কাজ করেছেন তিনি। ঘটনাচক্রে, এই পুজোর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ও সরাসরি যুক্ত বলেই জানা গিয়েছে। যদিও তৃণমূলের তরফে প্রাথমিকভাবে এই মহিলাকে চিনতে অস্বীকার করা হয়েছে।