কলকাতা: চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। পুজো কার্নিভালে তাঁর থাকার কথা থাকলেও তিনি থাকতে পারেননি। আসলে হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিৎসকদের পরামর্শে তিনি যাননি কার্নিভালে। তবে তাঁর নাচের স্কুলের প্রায় ৩০০ ছাত্রছাত্রী অংশ নিয়েছিল অনুষ্ঠানে। সফলতার সঙ্গে এই অনুষ্ঠান করার জন্য এবার রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ সম্মান পাচ্ছেন ডোনা গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন- মানিকের মামলায় হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট, ইডি হেফাজতেই থাকতে হবে তৃণমূল বিধায়ককে
খবর মিলেছে, শারীরিক অসুস্থতা নিয়ে যে ভাবে কার্নিভালের জন্য ডোনা গঙ্গোপাধ্যায় নিজের দলকে মহড়া দিয়ে তৈরি করেছেন তার কারণে তিনি পাচ্ছেন বিশেষ সম্মান। এই পুরস্কার তাঁকে দিচ্ছে রাজ্য সরকার। কার্নিভালের দিন ডোনার নাচের দল নজর কেড়েছিল সকলের। সেই কারণেই তাঁর পারদর্শিতা এবং শক্ত মানসিকতাকে সম্মান জানাতে চায় রাজ্য। সেই কারণেই এই সিদ্ধান্ত। আসলে পুজোর মধ্যেই জ্বরে ভুগছিলেন নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। সঙ্গে সর্দি ও গলা ব্যথা৷ শরীরে ব়্যাশও দেখা যাচ্ছিল৷ চিকিৎসকের পরামর্শ নেয় গঙ্গোপাধ্যায় পরিবার। পরীক্ষা করলে জানা যায় তিনি বিসিসিআই সভাপতির স্ত্রী চিকুনগুনিয়ায় আক্রান্ত৷ নবমীর রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
উৎসবের মরশুমে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গির প্রকোপ বাড়তে শুরু করেছে। পুজোর মধ্যে দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টির জেরে ডেঙ্গির বাড়বাড়ন্ত হয়েছে কিছুটা। এখনও যে আশঙ্কা কিছু কম তা নয়। তাই সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।