১০০ দিনের প্রকল্পে রাজ্যকে কেন টাকা দিচ্ছে না কেন্দ্র? ব্যাখ্যা দিলেন দিলীপ

১০০ দিনের প্রকল্পে রাজ্যকে কেন টাকা দিচ্ছে না কেন্দ্র? ব্যাখ্যা দিলেন দিলীপ

 

কলকাতা: ১০০ দিনের কাজে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তৃণমূল প্রতিবাদ কর্মসূচি অব্যাহত। এবার এই বিষয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

রবিবার বাগডোগরার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে  দিলীপ বলেন, “জন্ম থেকে তৃণমূল বঞ্চনার কথা বলছে। যত টাকা আছে কোথায় চলে যাচ্ছো সেটা আমরা বুঝতে পারছি না। সর্বত্র দুর্নীতি ও কাটমানি। কেন্দ্রীয় সরকারের প্রকল্প তার সুবিধা এখানকার মানুষ পায় না। তা থেকে মানুষকে বঞ্চিত করছে রাজ্যয সরকার।  অথচ পশ্চিমবাংলাকে অন্য রাজ্যের থেকে বেশি টাকা দেওয়া হয়। হিসাব দেওয়াটা একটা দায়িত্ব সেটা ওনাদের মনে হয় না। হিসাবপত্র দিক নিশ্চয়ই ওনাদের টাকা দেওয়া হবে।”

আসানসোল পুরসভার জল নিয়ে সমস্যা প্রসঙ্গে দিলীপ বলেন,  “সারা পশ্চিমবঙ্গে জল নিয়ে অসুবিধা আছে। জানুয়ারি ফেব্রুয়ারি থেকে জলের সমস্যা শুরু হয় যতক্ষণ না বর্ষা আসছে হাহাকার চিৎকার-চেঁচামেচি রাস্তা ঘেরাও, ডেপুটেশন। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে যায়। সবাই ভুলে যায় সরকারও ভুলে যায়। কুয়ো থেকে পুকুর থেকে জল নিয়ে মানুষ রান্না করছে, খাচ্ছে, বেঁচে আছে। কিন্তু কেন এরকম হয়। আসানসোলে আমাদের যখন এম পি ছিলেন বাবুল সুপ্রিয় মন্ত্রী ছিলেন তখন তিনি অনেক টাকা খরচা করেছিলেন।”

প্রশ্ন তুলেছেন, “তারপরেও কেন একই পরিস্থিতি থাকছে এরকম শুকনো জায়গায় ওখান থেকে বাঁকুড়া, পুরুলিয়া সব জায়গায় প্রবলেম ঝাড়গ্রাম পর্যন্ত এর সমাধান কেন হয় না জঙ্গল মহলের মানুষকে বঞ্চিত করা হয়। মুখ্যমন্ত্রী যাচ্ছেন ভালো ভালো কথা বলছেন আর টিএমসি করার জন্য বলছেন কিন্তু সামান্য খাওয়ার জলটাও দেন না। কতদিন চলা উচিত এরকম ভাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =