বৌবাজারের বিপত্তি নিয়ে রাজ্যকে নিশানা দিলীপের, একহাত মমতাকে

বৌবাজারের বিপত্তি নিয়ে রাজ্যকে নিশানা দিলীপের, একহাত মমতাকে

d3672e5ab29fc39679fcff81c03fe1aa

কলকাতা: বৌবাজারের একাধিক বাড়িতে আবার ফাটল দেখা দেওয়ার ঘটনায় একদিকে যেমন বেড়েছে আতঙ্ক, ঠিক অন্যদিকে বেড়েছে ক্ষোভও। ভোর রাতে ফাটল ধরলেও মেট্রো কর্তৃপক্ষের দেখা পাওয়া যায়নি বলেই দাবি করা হচ্ছে। এই ইস্যুতে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। তৃণমূল এবং বিজেপির পক্ষ থেকে একে অপরকে দায়ী করা তো আছেই, মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

আরও পড়ুন-পুজো আটকেছে পুলিশ! হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতার দাদা

বৌবাজারের ঘটনা সম্পর্কে কথা বলতে গিয়েছে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, কোনও পরিকল্পনা ছাড়া মেট্রোর লাইন ঘুরিয়ে দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসল মানচিত্র বাদ দিয়ে এই কাজ করা হয়েছে বলেই দাবি। রাজনীতির স্বার্থে সব পরিকল্পনা করা হয়েছে তাই এখন বিপদ দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। এই প্রেক্ষিতেই কার্যত মশকরা করে দিলীপের বক্তব্য, তৃণমূলের পার্টির মধ্যে ফাটল ধরে যাচ্ছে, আর বউবাজারে ফাটল ধরবে না, তা হয় না। বিজেপি নেতার আরও বড় অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বেচ্ছাচারী মনোভাব এবং কাটমানির চক্করে এজ এই অবস্থা দাঁড়িয়েছে।

এদিকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সম্পূর্ণভাবেই দুষেছেন মেট্রো কর্তৃপক্ষকে। তাঁর বক্তব্য, জোড়াতাপ্পি দিয়ে কাজ করছে মেট্রো, তাই জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে। যতক্ষণ না পর্যন্ত রেলবোর্ডের শীর্ষস্থান থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি চলতেই থাকবে। কেন ফাটল ধরেছে তাও নিজের মতো ব্যাখ্যা করেন তিনি। ফিরহাদ বলেন, তাঁর অনুমান যে জায়গায় মেশিন আটকে গিয়েছিল ওখানেই ওয়াটার পকেট তৈরি হয়ে বিপত্তি ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *