বাংলার মেয়েদের সুরক্ষা কেমন, নারী দিবসে বিস্ফোরক দিলীপ

বাংলার মেয়েদের সুরক্ষা কেমন, নারী দিবসে বিস্ফোরক দিলীপ

কলকাতা: আজ আন্তর্জাতিক নারী দিবস৷ নারীর অধিকার নিয়ে চারিদিকে যখন প্রশ্ন উঠছে, তখন বাংলার নারীদের স্বাধীনতার প্রেক্ষাপট কেমন৷ তা নিয়েও মঙ্গলবার সকালে বিস্ফোরক দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ৷ তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মহিলারা বেশি অসুরক্ষিত। মহিলারা অত্যাচারিত হলে পশ্চিমবাংলায় অভিযোগ নেওয়া হয় না। আজকে সমস্ত সমাজের লোকেদের ভাবা উচিত৷ আমাদের মাতৃ জাতিকে সুরক্ষা ও সম্মান দেওয়া নিয়ে ভাবা উচিত।’’

একই সঙ্গে সোমবার বিধানসভায় ঘটা ঘটনা নিয়ে মুখ খুলেছেন দিলীপ৷ তাঁর দাবি, ‘‘যা হয়েছে ঠিক হয়েছে। যেখানে হিংসা অত্যাচার অভিযোগ শোনার কেউ নেই যেখানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। গণতন্ত্রে বিরোধীদের কোনও স্থান নেই৷ বলার জায়গা নেই সেখানে বিধানসভায় বলতে হবে। যারা বলছেন বিশৃঙ্খলা, বিশৃঙ্খলার কি আছে? দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন, দাবি করেছেন, এটাই তো পদ্ধতি। যারা এতদিন বিধানসভা লোকসভা বন্ধ করতেন তারা বলছেন এটা অগণতান্ত্রিক। পার্লামেন্টে গিয়ে যারা বিশৃঙ্খলা করা, মার্শালের সঙ্গে মারামারি করা, কাগজ ছোঁড়ে তারা আজকে আমাদের গণতন্ত্র শেখাচ্ছেন। এটা তাদেরকে সইতে হবে।’’

আনিস খান নিয়ে শওকত মোল্লার মন্তব্য প্রসঙ্গে দিলীপের পাল্টা দাবি, ‘‘আমি জানি না উনি ওখানে উপস্থিত ছিলেন কি না অনেকেই প্রথমে জিজ্ঞাসাবাদ করা উচিত। উনি জানলেন কি করে। সিটের তদন্তকারী আধিকারিকদের ওকেই জিজ্ঞাসা করা উচিত। কোথায় এইধরনের ঘটনা পেলেন এবং কিভাবে পেলেন জিজ্ঞাসা করলে সত্যটা উদঘাটন হবে।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + twelve =