সৌজন্যে আপত্তি নেই, কিন্তু… মমতা-শুভেন্দু সাক্ষাৎ নিয়ে কী বললেন দিলীপ

সৌজন্যে আপত্তি নেই, কিন্তু… মমতা-শুভেন্দু সাক্ষাৎ নিয়ে কী বললেন দিলীপ

কলকাতা: বিধানসভায় শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে হাজির হন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং মনোজ টিগ্গা। তাঁদের সাক্ষাতকে কেন্দ্র করে এখন বিপুল চর্চা রাজ্য রাজনীতিতে। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে ‘ভাই’ বলেও সম্বোধন করেছেন। এই নিয়ে চর্চা যে এখন থামবে না তা বলাই যায়। এই আবহে মন্তব্য করতে শোনা গেল বিজেপি সাংসদ দিলীপ ঘোষকে।

আরও পড়ুন- মেয়েকে পুতুল আর দেওয়া হল না,পথেই খুন নদিয়ার তৃণমূল নেতা,CID তদন্তের দাবি স্ত্রীর

শনিবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, বিধানসভায় যা হয়েছে সেই সৌজন্য নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। বিধানসভা সৌজন্যের জায়গা। সাংবিধানিক ব্যবস্থা। সেখানে সবাই সকলের সঙ্গেই কথা বলেন। কারও কারও ব্যক্তিগত সম্পর্ক থাকতেই পারে, তিনি নিজেও সুসম্পর্ক রাখেন বিরোধীদের সঙ্গে। কিন্তু দিলীপ এও জানান যে, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রস্তাব দিয়েছেন তাতে তাঁর আপত্তি। কিন্তু কী প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী? জানা গিয়েছে, দিল্লি থেকে বকেয়া টাকা আনার ব্যাপারে সকলকে এক হতে বলেছেন তিনি। প্রয়োজনে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে গিয়ে বাংলার হয়ে দাবি করার আর্জিও জানিয়েছেন। এটা মানতে পারছেন না দিলীপ।

বিজেপির সর্বভারতীয় সহ সভাপতির কথায়, শাসক-বিরোধী সকলে মিলে দিল্লি থেকে টাকা নিয়ে আসবে আর সেই টাকায় শাসক দলের লোকজন ফুর্তি করবে তা হতে পারে না। এই প্রস্তাব নিয়েই তাঁর আপত্তি আছে এবং এটা তিনি হতে দিতে পারেন না। এদিকে আবার শুক্রবার শুভেন্দু সাক্ষাতের সময় মমতা বন্দ্যোপাধ্যায় শিশির অধিকারী প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, তিনি তাঁকে সম্মান করেন। শুভেন্দু অধিকারীর কাছ থেকে বাবার শারীরিক অবস্থারও খোঁজ নেন মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 3 =